পাথারকান্দিতে দু’টি বাড়ি থেকে তিন কোটি টাকার কফ সিরাফ বাজেয়াপ্ত

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : পাথারকান্দির মধুরবন্দ গ্রামের দু’টি বাড়ি থেকে তিন কোটি টাকার নেশা জাতীয় কফ সিরাফ বাজেয়াপ্ত করলো পাথারকান্দি পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের উপর ভিত্তি করে পাথারকান্দি পুলিশ এক  অভিযান চালিয়ে বুধবার রাতে পাথারকান্দি থানাধিন মধুরবন্দ গ্রামের দু’টি বাড়িতে অভিযান চালিয়ে ৩২ হাজার ৭০০ বোতল কফ সিরাফ উদ্ধার করে পুলিশ। তবে কাউকে আটক করার খবর নেই।

জানা গেছে, এদিনে অভিযানে পুলিশ মধুরবন্দ গ্রামের নরুল হক ও ছাহিদুল ইসলাম নামের দুই ব্যক্তির বাড়ি থেকে কফ সিরাফ গুলো উদ্ধার করেছে। এর মধ্যে নরুল হকের ঘর থেকে পুলিশ মোট ২১৩০০ বোতল কফ সিরাফ উদ্ধার করে একই সঙ্গে শহিদুল ইসলামের ঘর থেকে আরো ১১৪০০ বোতল কফ সিরার উদ্ধার করে। পরে পুলিশ বাজেয়াপ্ত কৃত কফসিরাফ গোলো থানায় নিয়ে আসে। পুলিশ নিজে থেকে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা হাতে নিয়ে একাণ্ডে কে বা কারা জড়িত রয়েছে তাদের হাদিছ বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।

পাথারকান্দিতে দু'টি বাড়ি থেকে তিন কোটি টাকার কফ সিরাফ বাজেয়াপ্ত
পাথারকান্দিতে দু'টি বাড়ি থেকে তিন কোটি টাকার কফ সিরাফ বাজেয়াপ্ত

Author

Spread the News