বুরুঙ্গায় বিজেপি কর্মী হত্যাকাণ্ডে গ্রেফতার তিন

বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : পাথারকান্দি থানা অধীন বুরুঙ্গা জি‌পির পয়লামুলি গ্রামের প্রাক্তন গ্রুপ সদস্য তথা বিজেপির বুথ সভাপতি আব্দুল সত্তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার তিনজনকে আদালতে তুললে আদালত জেল হাজতে পাঠায়।

বুরুঙ্গায় বিজেপি কর্মী হত্যাকাণ্ডে গ্রেফতার তিন

জানা গেছে, শনিবার গভীর রাতে পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি দীপক দাসের নেতৃত্বে একদল পুলিশ বাহিনী মধুরবন্দের গ্রামে অভিযান চালিয়ে যথাক্রমে আবুল হোসেন (৪৫), ইসলাম উদ্দিন (৩৩) ও কামাল উদ্দিন (৩৮)কে আটক করে। রবিবার অভিযুক্তদের টানা জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। এদিকে অভিযুক্ত এই তিন জনের মধ্যে কামাল উদ্দিন ও আবুল হোসেন বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত বলে পুলিশ জানিয়েছে। এছাড়া আবুল হোসেন গত পঞ্চায়েত নির্বাচনে বুথ সভাপতি তথা বুরুঙ্গা জিপির প্রাক্তন গ্রুপ সদস্য আব্দুল সাত্তারের প্রতিপক্ষ হয়ে কংগ্রেস দল থেকে নির্বাচনে প্রতিদ্ব‌ন্দ্বিতা করে পরাজয় হন। সোমবার ধৃত‌দের আদালতে প্রেরণ করা হ‌লে আদাল‌তের নির্দেশে তা‌দের ঠাঁই হয় জেল হাজ‌তে।

বুরুঙ্গায় বিজেপি কর্মী হত্যাকাণ্ডে গ্রেফতার তিন

উ‌ল্লেখ‌্য, গত ২৩ অক্টোবর মহা নবমীর দি‌নে দলীয় কর্মীদের সঙ্গে স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের বাড়িতে যাবার জন্য ঘর থেকে বের হন আব্দুল সাত্তার। এর পর থে‌কে তি‌নি নিরু‌দ্দেশ ছি‌লেন। প‌রে বিষয়‌টি স্থানীয় পু‌লি‌শের নজ‌রেও আনা হয়।শে‌ষে পাঁচ দিনের মাথায় তাঁর বা‌ড়ির লা‌গোয়া লঙ্গাই নদী থেকে নি‌খোঁজ আব্দুল সাত্তারের বস্তা বন্দি গ‌লিত লাশ উদ্ধার হয়। এ‌তে ব‌্যাপক চাঞ্চল‌্য ছড়ায় এলাকা জু‌ড়ে। মৃত‌দেহ উদ্ধা‌রের আট দি‌নের মাথায় এ কা‌ন্ডে জ‌ড়িত স‌ন্দে‌হে তিন অ‌ভিযুক্ত ধরা পড়ায় এলাকার জনগণ কিছুটা হ‌লেও স্ব‌স্তি বোধ কর‌ছেন। এ দিকে, বা‌কি‌দের ধর‌তে পু‌লিশ সব‌দি‌কে জাল বি‌ছি‌য়ে‌ছে ব‌লে ও‌সি জা‌নি‌য়ে‌ছেন।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News