ফের ক্যারিবিয়ান সমুদ্রে জাহাজে হামলা আমেরিকার! নিহত তিন
২ নভেম্বর : ফের ক্যারিবিয়ান সমুদ্রে (Caribbean Sea) একটি জাহাজে হামলা চালাল আমেরিকা (America)। এতে তিন জনের মৃত্যু হয়েছে বলে দাবি হোয়াইট হাউসের। তাদের দাবি, ওই জাহাজে মাদক পাচারকারীরা ছিলেন।
অভিযোগ, সন্ত্রাসবাদী সংগঠনের সদস্যদের হাতে জাহাজের (ship) নিয়ন্ত্রণ ছিল। তবে আমেরিকার তরফে কোনও গোষ্ঠী বা সংগঠনের নাম উল্লেখ করা হয়নি।
স্থানীয় সময় শনিবার আমেরিকার প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ হোয়াইট হাউসের তরফে একটি বিবৃতি জারি করেন। সেখানে তিনি বলেন, সন্ত্রাসবাদী সংগঠনের হাতে জাহাজটির নিয়ন্ত্রণ ছিল। হামলায় জাহাজের তিনজনের মৃত্যু হয়েছে। আমাদের গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, জাহাজটি অবৈধ মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল। বেআইনি ভাবে ওই মাদক আমেরিকায় ঢোকানো হত। তারপর বাজারে তা ছড়িয়ে দেওয়া হত। কিন্তু তার আগেই আমরা সমুদ্রে জাহাজটি ধ্বংস করে দিয়েছি।
দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হওয়ার বার্তা দিয়েছেন। তারপর থেকে ক্যারিবিয়ান সমুদ্রে মাদক পাচারের বিরুদ্ধে মার্কিন অভিযান এটা নতুন নয়। সেপ্টেম্বর মাস থেকে এই নিয়ে প্রায় ১৫টি হামলা করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৬৪ জন নিহত হয়েছে।
তবে সেগুলির সব ঘটনাই যে মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল তার কোনও নিদিষ্ট প্রমান দিতে পারেনি আমেরিকা।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

