হাজার ফুট নীচে তিস্তা নদীতে পর্যটকবাহী গাড়ি, মৃত ১, নিখোঁজ ৯

৩০ মে : মর্মান্তিক দুর্ঘটনা উত্তর সিকিমে। নিয়ন্ত্রণ হারিয়ে হাজার ফুট নীচে তিস্তা নদীতে পড়ে গেল পর্যটকবাহী গাড়ি। বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটেছে উত্তর সিকিমের চুংথাং-মুন্সিথাংয়ের রাস্তায়। ঘটনায় ১ পর্যটকের মৃত্যু হলেও ৯ জন এখনও নিখোঁজ। উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে আইটিবিপি ও সিকিম পুলিশ।

গতকাল রাতে প্রবল বর্ষণ হচ্ছিল উত্তর সিকিমে। আর এই বৃষ্টির মধ্যে পাহাড়ে সফরই হল কাল। একটি গাড়ি রিজার্ভ করে বাংলা ও ওডিশার পর্যটকের দুটি দল বৃষ্টির মধ্যেই ঘুরতে বেরিয়েছিল। এদিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ উত্তর সিকিমের চুংথাং-মুন্সিথাংয়ের রাস্তায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ১০০০ ফুট নীচে তিস্তা নদীতে পড়ে যায় গাড়িটি। বিষয়টি নজরে আসে স্থানীয়দের। তারাই প্রথমে উদ্ধারকার্যে হাত লাগায়। খবর পেয়ে ঘটস্থলে আসে সিকিম পুলিশ। তলব করা হয় আইটিবিপিকে। গতকাল রাতেই উদ্ধারকার্যে হাত লাগায় জওয়ানরা।

এদিন রাতেই আশঙ্কাজনক অবস্থায় ২ জন পর্যটককে উদ্ধার করা হয়। তাঁদের চিকিৎসার জন্য গ্যাংটকে পাঠানো হয়েছে। এদের একজনের মৃত্যু হয়েছে বলে খবর। এখনও নিখোঁজ রয়েছেন ৯ পর্যটক। গতকাল রাতে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নদীতে তল্লাশি চালাতে বেগ পেতে হয়। আজ সকাল থেকে ফের শুরু হয়েছে তল্লাশি। এখনও পর্যন্ত নিঁখোজ পর্যটকদের খোঁজ মেলেনি।

সিকিম পুলিশ সূত্রে খবর, গাড়িতে বাংলা-ওড়িশার পর্যটক মিলিয়ে মোট ১১ জন ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৃষ্টিতে পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়েই চাকা হড়কে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

হাজার ফুট নীচে তিস্তা নদীতে পর্যটকবাহী গাড়ি, মৃত ১, নিখোঁজ ৯
Spread the News
error: Content is protected !!