সাত দিন ধরে নিখোঁজ কাশিপুরের যুবক, উৎকণ্ঠায় পরিবার

বরাক তরঙ্গ, ৩০ মে : শিলচর শহরতলী কাশিপুর প্রথম খণ্ড এলাকা থেকে নিখোঁজ আজাদ হোসেন বড়ভূইয়া নামে এক যুবক। গত শুক্রবার সকাল ৯টা থেকে তিনি নিখোঁজ রয়েছেন। সাত দিন পার হলেও এখন পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি, উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার পরিবার-পরিজন। এ নিয়ে রংপুর আউট পোস্টে নিখোঁজ সংক্রান্ত এফআইআর দায়ের করেছেন পরিবারের সদস্যরা।

নিখোঁজ আজাদের বাবা হাজি লতিফ উদ্দিন জানান সেদিন সকালে বাড়ির পাশ থেকে কাউকে কিছু না বলে একটি অটোরিকশায় উঠে চলে যায়। এরপর আর বাড়ি ফিরেনি নিখোঁজ। যদি কেউ এই নিখোঁজ যুবকের খোঁজ পান, তাহলে যেন দয়া করে  9401462914 / 9395040110/ 6003465737 নম্বরে যোগাযোগ করার জন্য অথবা নিকটস্থ থানায় খবর দেওয়ার জন্য অনুরোধ জানান।

সাত দিন ধরে নিখোঁজ কাশিপুরের যুবক, উৎকণ্ঠায় পরিবার

Author

Spread the News