এবার বাল্যবিবাহ অনুষ্ঠানে খাওয়া ব্যক্তি গ্রেফতার

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : ‘অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ সম দহে’। এবার বাল্যবিবাহ বিরোধী অভিযানে এই উক্তি বাস্তবায়িত করতে চলেছে অসম সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে অসম পুলিশ বাল্যবিবাহের অপরাধে রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ২,৬৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বাল্যবিবাহ করা স্বামী ও তার পরিবার, কাজি, মৌলভী ও পুরোহিত ধরপাকড়ের পর এবার বিয়ের নিমন্ত্রণ খাওয়া লোকদের ধরা শুরু হয়েছে। 

বঙ্গাইগাঁও থেকে বাল্যবিবাহে যাওয়া প্রথম ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বঙ্গাইগাঁওয়ের ২ নং সুপারিগুড়ি থেকে জহির আলি মণ্ডল (২৮)কে গ্রেফতার করা হয়েছে। ভাইপোর বাল্যবিবাহে যাওয়ার অপরাধে জহির আলিকে আটক করা হয়।

গেরুকাবাড়ি পুলিশ তাকে গ্রেফতার করেছে। জহির আলি মণ্ডলই প্রথম বাল্যবিবাহ খাওয়ার অভিযোগে গ্রেফতার হন।

Author

Spread the News