এবার সংসদের নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ
২১ ডিসেম্বর : দিল্লি পুলিশের হাত থেকে সংসদের নিরাপত্তার দায়িত্ব এবার নিল সিআইএসএফ। জানা গিয়েছে যেভাবে সংসদের নিরাপত্তা নিয়ে কেন্দ্র সরকারকে কোনঠাসা করেছে বিরোধীরা তারপর এই সিদ্ধান্ত নিল সরকার।
গত ১৩ ডিসেম্বর সংসদে হানা দেয় দুইজন। তারপর এই বিষয়ে কেন্দ্র সরকারকে বিরোধীদের সমালোচনা শুনতে হয়। অমিত শাহের বিবৃতি দাবি করেন বিরোধীরা। এরপর এই সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। দেশের বেশ কয়েকটি জায়গায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ। এবার তাঁদের হাতেই তুলে দেওয়া হল সংসদের নিরাপত্তার ভার।