কাটিগড়ায় স্কুলে চোরের হানা, লুটপাট
অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৭ জুন : কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাতিরাইলে ইদানিং চোরের উপদ্রপ বেড়েই চলেছে। বাদ যায়নি সাধারণ মানুষের বাড়ি ঘর সহ বিদ্যালয়ও। এবারে চোরের দল হানা দিল মোহনপুর দ্বিতীয় খণ্ড এলাকার ৩৮০ নং মোহনপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে।
শুক্রবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি দাশগুপ্ত কাটিগড়া থানায় চুরি সংক্রান্ত এক এজাহার দায়ের করেছেন। পরে তিনি জানান, বৃহস্পতিবার রাতে কে বা কারা স্কুলের পাঁচটি তালা ভেঙে স্কুলে প্রবেশ করে, স্কুল ঘরে থাকা তিনটি টেবিল, জলের পাম্প, ফিল্টার, চাল, নথিপত্র সহ রান্না ঘরের আসবাবপত্র আনুসঙ্গিক আরও সামগ্রী চোরের দল হাতিয়ে নিয়ে গেছে। এনিয়ে স্কুলে তিনবার চুরি কাণ্ড সংঘটিত হয়েছে বলে জানান তিনি। এদিন বিউটি দাশগুপ্ত সহ স্কুল পরিচালন কমিটির সভাপতি ফয়েজ উদ্দিন লস্কররা এলাকায় বৃদ্ধি পাওয়া চুরি রোধে ভিডিপি-র পাহারার ব্যবস্থা করা সহ পুলিশি টহলের দাবি জানান।