হাইলাকান্দি রোডে চোরের হানা, লুট চার লক্ষ
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : ফের শিলচর শহরের হাইলাকান্দি রোডে চোরের হানা। রবিবার রাতে হাইলাকান্দি রোডের শান্তিপুর লেনে চুরির ঘটনাটি ঘটল। সমীরণ দাস নামে এক ব্যক্তির ভাড়া বাড়িতে হানা দেয় চোরের দল। হাতিয়ে নেয় নগদ চার লক্ষ টাকা সহ সমীরণের গলার চেন। এ নিয়ে সোমবার সকালে পুলিশে তিনি মামলা দায়ের করেন।
সমীরন দাস জানান, রবিবার রাত তিনটে নাগাদ ঘুমন্ত অবস্থায় তার গলায় থাকা সোনার চেনটি ছিনিয়ে নেওয়ার সময় তিনি টের পেয়ে যান। সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠলে দেখতে পান চোর জানালা দিয়ে পালিয়ে যায়। এরপর তিনি দেখতে পান ঘরের আলমিরা খোলা এবং সমস্ত জিনিসপত্র কাপড়চোপড় এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। এরপর তিনি বুঝতে আর কোন অসুবিধা হয়নি। আলমারিতে গিয়ে দেখতে পান চার লক্ষ টাকা নেই। সোমবার সকালে পুরো বিষয়টি জানিয়ে পুলিশে মামলা করেন এবং পুলিশ পৌঁছে প্রাথমিক তদন্ত করে যায় বলেও জানান।

