থার্মোকলের নৌকা দিয়ে লঙ্গাই পার হতে গিয়ে অঘটন, নিখোঁজ যুবক
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ জুলাই : লঙ্গাই নদীতে নৌকাডুবিতে নিখোঁজ এক যাত্রী। রবিবার দুপুরে থার্মোকল দিয়ে তৈরি নৌকা দিয়ে তিন জন লোক লঙ্গাই নদী পার হচ্ছিলেন। ঘাটের কাছে এসেই নৌকাটি পাল্টি খেয়ে তিন জন যাত্রী নদীতে পড়ে যান। সাঁতার কেটে দু’জন তীরে উঠলে সেলিম উদ্দিন (৩৫) নামে একজন যুবক নদীতে তলিয়ে যায়। খবর পেয়ে নিলামবাজার সার্কল অফিসার, নিলামবাজার থানার ওসি দলবল নিয়ে ঘটনাস্থলে এসডিআরএফ নিয়ে পৌছান। প্রায় তিন ঘণ্টা এসডিআরএফ অভিযান চালিয়ে সেলিম উদ্দিনের কোন সন্ধান পায়নি।
