মেঘভাঙা বৃষ্টি, হড়পা বানে ভেসে গপছে বেশ কয়েকটি বাড়ি, হত ৪

৬ আগস্ট : উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধারালি এলাকায় মেঘভাঙা বৃষ্টির দরুন দেখা দিয়েছে হড়পা বান। আর এই হড়পা বানের দরুন ভেসে গিয়েছে বেশ কয়েকটি বাড়ি। গ্রামের ২০-২৫ টি হোটেল এবং হোমস্টেও এই হড়পা বানে ভেসে গিয়েছে বলে জানা যাচ্ছে। গ্রামবাসীদের অনুমান, ধ্বংসস্তূপের নীচে বহু মানুষ আটকে রয়েছেন। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে।

এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, পাহাড় থেকে তীব্র জলের স্রোত নেমে আসছে ধারালি গ্রামের দিকে। জলের স্রোতে ভেসে যাচ্ছে অনেক বাড়ি। এই প্রসঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন যে, ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। উদ্ধারকাজে হাত লাগাতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছেছেন ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (ITBP)-এর ১৬ জন সদস্যও। তবে প্রবল বৃষ্টির জন্য উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ধরালি গ্রামের অদূরেই (৪ কিলোমিটার) হারসিলে সেনার ক্যাম্প রয়েছে। সেনা সূত্রের খবর, দুপুর ১ টা ৪৫ মিনিটে দুর্যোগটি ঘটার ১০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে তাঁরা। বেশকিছু মানুষকে ইতিমধ্যেই উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। ঘটনার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। সমাজমাধ্যমে এই বিষয়ে একটি পোস্ট করে শা লেখেন, ‘উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে ধরালির হড়পা বান নিয়ে কথা হয়েছে। ঘটনা সম্পর্কে খোঁজখবর নিয়েছি। আইটিবিপি-র তিনটি দল, জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (NDRF)-এর চারটি গ্রুপ ঘটনাস্থলে পৌঁছেছে।”

Spread the News
error: Content is protected !!