বিদ্যুৎ নেই, রাতেই রাস্তা অবরোধ শিলচরে
বরাক তরঙ্গ, ২৮ জুলাই : তিনদিন ধরে বিদ্যুৎ নেই, গরমে অতিষ্ঠ হয়ে গ্রাহকরা রাস্তায় নামলেন। রবিবার রাতে শিলচর ন্যাশনাল হাইওয়ে গৌড়িয়া মঠের সামনে স্থানীয়রা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানালেন।
প্রতিবাদী স্থানীয়রা জানান, প্রচণ্ড গরম এরমধ্যে তিনদিন থেকে বিদ্যুৎ না থাকায় মানুষ হাঁসফাঁস করছেন।বিদ্যুৎ না থাকার দরুন বহু লোক অসুস্থ হয়ে পড়ছেন। বারকয়েক এ বিষয়ে বিভাগীয় আধিকারিকদের জানানো সত্তেও কোন ধরনের বিহীত ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন। স্থানীয়রা বাধ্য হয়ে প্রতিবাদে নামেন। তাঁরা বলেন, অতিসত্বর বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না করলে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।
