মলিন শর্মার মৃত্যুর রহস্য বের করতে ব্যর্থ পুলিশ : শিলচর প্রেসক্লাব
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ জুলাই : সাংবাদিক মলিন শর্মার মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে ফের সোচ্চার হল শিলচর প্রেস ক্লাব। পাশাপাশি এ ব্যাপারে “আঘাত করে দ্রুত পালিয়ে যাওয়া” বিধিতে মামলা করা হবে। রবিবার মলিন শর্মা-র পঞ্চম প্রয়াণবার্ষিকী উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত স্মৃতিচারণ অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন সাধারণ সম্পাদক শংকর দে। তিনি বলেন, পাঁচ বছরেও পুলিশ এই হৃদয়বিদারক মৃত্যু নিয়ে তদন্ত করতে ব্যর্থ হয়েছে। পুলিশের এই নেতিবাচক ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর জন্য পুলিশকে এক দিন না এক দিন অবশ্যই জবাবদিহি করতে হবে। মলিন শর্মা-র কন্যা উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী মীনাক্ষী বাবার স্মৃতিচারণ করে বলেন, পুলিশ এখনও অপরাধীদের চিহ্নিত করতে না পারায় তাঁরা ভীষণভাবে মর্মাহত। আর দেরি না করে এর একটা কিনারা হোক চান মীনাক্ষী।
“হিট অ্যান্ড রান” বিধিতে মামলা হবে
অনুষ্ঠানে মলিন শর্মার স্মৃতিচারণ করে বক্তব্য উপস্থাপন করেন আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, অধ্যাপক সুব্রত দেব, ইয়াসি সভাপতি সঞ্জীব রায়, সমাজকর্মী জুনাইদ আহমেদ মজুমদার, ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ, কবি-সাংবাদিক বিজয়কুমার ভট্টাচার্য, সাংবাদিক মকসুদুল চৌধুরী প্রমুখ। পাঁচ বছর ধরে নিষ্ক্রিয় ভূমিকার জন্য সকলেই পুলিশকে কাঠগড়ায় দাঁড় করান। “হিট অ্যান্ড রান” মামলা করার ব্যাপারে সকলে এক মত পোষণ করেন।
সভায় মলিন তনয়া মীনাক্ষীর হাতে কিছু অর্থ তুলে দেওয়া হয়। তাঁর পড়াশোনার জন্য পাশে থাকার আশ্বাস প্রদান করা হয়। সভার প্রারম্ভে মলিন শর্মা-র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।