নয়া প্রজন্মের সামাজিক ও মানসিক বিকাশে যোগাসনের বিকল্প নেই : বরাক সেবাকেন্দ্র

বরাক তরঙ্গ, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস পালন করল বরাক সেবা কেন্দ্র শ্রীকোণা। যোগ দিবস উপলক্ষে দু’দিনের যোগাসন শিবিরের আয়োজন করা হয়। শুক্রবার শ্রীকোণা শনিমন্দির প্রাঙ্গণে  শিবিরের উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন শিলচর যোগাসন সেন্টারের প্রশিক্ষক বিপ্রাশিস চক্রবর্তী, বরাক সেবা কেন্দ্রের সহসম্পাদক সুভাষ দেব, কোষাধ্যক্ষ পরমেশ শুক্লাদাস ও এলাকার নাগরিক মনোরঞ্জন ভদ্র।  বক্তারা যোগাসনের উপকারিতার কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, নয়া প্রজন্মের সামাজিক ও মানসিক বিকাশে যোগাসনের বিকল্প নেই। বর্তমান ছাত্রছাত্রীদের মাঠে গিয়ে খেলা ধুলার প্রবণতা কমে যাচ্ছে। শুধু পড়াশুনা ও মোবাইল নিয়ে সারাদিন ব্যস্ত থাকার ফলে তাদের মন এককেন্দ্রিক হয়ে যাচ্ছে। নিজেদের  শরীর সুস্থ রাখতে ও  সামাজিক বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই বরাক সেবা কেন্দ্র ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও মানসিক বিকাশে আরও যোগাসন শিবির করার উদ্যোগ নিয়েছে। বরাক সেবা কেন্দ্রের উদ্যোগকে সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়। উল্লেখ্য, দু’দিনের এই যোগাসন শিবির পরিচালনা করবেন শিলচর যোগাসন সেন্টারের প্রশিক্ষক বিপ্রাশিস চক্রবর্তী।

Author

Spread the News