মাদকাসক্ত কিশোরের নর্দমায় ঝাঁপ, তারপর…

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : মাদকাসক্ত কিশোরের নর্দমায় ঝাঁপ দিয়ে জোর নাটক। গুয়াহাটির সার্ভে এলাকার অজন্তা রোডে নর্দমায় ঝাঁপ দেয় ১৫ বছরের এক ছেলে। এসডিআরএফ যখন উদ্ধার অভিযান চালাচ্ছিল তখন কিশোর নর্দমায় যায়। পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগে নির্যাতিতার মাকে থানায় নিয়ে যাওয়া হয়।

শনিবার সকালে অজন্তা রোডে একটি নর্দমায় ঝাঁপ দেয় ১৫ বছরের এক ছেলে। মাদকাসক্ত হয়ে প্রায়ই বাড়ির বাইরে থাকা ওই কিশোর শুক্রবার রাতে বাড়িতে এসে তার বাবা-মায়ের কাছে এক হাজার টাকা চায়। বাবা-মা টাকা দিতে পারবেন না জানালে আজ সকালে ওই কিশোর তার বোনের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। বাবা তার পিছু ধাওয়া করলে সে অজন্তা রোডের একটি নর্দমায় ঝাঁপ দেন। এরপর নর্দমার দুর্গন্ধ সত্ত্বেও উদ্ধার অভিযান চালায় এসডিআরএফ। প্রথমে অভিযান চালিয়ে কোন সন্ধান না পেলেও উঠে আসেন বাহিনী। অর্ধেক রাস্তা থেকে ফিরে গিয়ে ফের অভিযান চালায় এসডিআরএফ।

শিজুবাড়ি এলাকার বাসিন্দা ওই কিশোরের হাতে থাকা মোবাইল ফোনটি চালু থাকলেও সকাল সাড়ে ৮টার পর সেটিও বন্ধ হয়ে যায়। কিশোরীর মা জানান, তার ছেলে তাকে ডেকে বলেছে সে নর্দমা থেকে উঠে এসেছে। আপনি তাকে খুঁজতে হবে না। কিশোরটি তার মাকে জানায় সে শিজুবাড়ির কাছে ছিল যখন এসডিআরএফ নর্দমার তাকে খোঁজ ছিল। এরপর উদ্ধারকারীরা উদ্ধার অভিযান শেষ করেন। নির্যাতিতার মাকে বিভ্রান্ত করার অভিযোগে থানায় নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, ১৫ বছর বয়সী মাদক গ্রহণের মধ্যে সীমাবদ্ধ নয়। চার মাস আগেও ওই কিশোর ৫০,০০০ টাকা চুরির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। ছবি প্রতীকী।

মাদকাসক্ত কিশোরের নর্দমায় ঝাঁপ, তারপর...
মাদকাসক্ত কিশোরের নর্দমায় ঝাঁপ, তারপর...

Author

Spread the News