কাটিগড়ায় শাসক-বিরোধীর ঝুলিতে জেলাপরিষদ আসন সমান সমান
বরাক তরঙ্গ, ১২ মে : কাটিগড়া বিধানসভা কেন্দ্রে চারটি জেলাপরিষদ আসন শাসক ও বিরোধী দলের মধ্যে ভাগাভাগি হল। দু’টি আসন বিজেপি এবং দু’টি আসন কংগ্রেস দখল করেছে। বিক্রমপুর-কালীবাড়ি জেলাপরিষদ আসনে বিজেপি প্রার্থী পম্পি দাস তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অনুরাধা দাসকে পরাজিত করেছেন।
কাটিগড়া-লক্ষীপুর জেলা পরিষদ আসনে বিজেপি-র প্রমিলা বৈষ্ণব তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বর্ণালী মালাকারকে পরাজিত করে জয়লাভ করেন।
শালচাপড়া-মোহনপুর জেলাপরিষদ আসনে কংগ্রেস প্রার্থী নাজরানা বেগম মজুমদার বিজেপি প্রার্থী রুমারানি দাসকে হারিয়ে বিজয়ী হয়েছেন।
মহাদেবপুর-গুমড়া জেলাপরিষদ সদস্য পদে কংগ্রেস দলের প্রার্থী এয়োবাসী দাস। তিনি বিজেপি প্রার্থী লাভলি চক্রবর্তীকে পরাজিত করেছেন।
