ঘরের সামনে ফেলে গেল যুবতীর দেহ, গ্রেফতার এবিএমএসইউ নেতা সহ ৪

বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : বঙ্গাইগাঁও জেলার মানিকপুরে ভয়াবহ ঘটনা। চিরাং জেলার ৪নং দক্ষিণ মাকরা  মানিকপুর থানার অন্তর্গত লুংঝার গ্রামের এক যুবতীকে হত্যার অভিযোগে মঙ্গলবার এবিএমএসইউ নেতাসহ চারজনকে গ্রেফতার করে মানিকপুর পুলিশ। জানা যায়, গত ২৩ মার্চ  চিরাং জেলার মাকরা ৪নং এর জমির আলি নামে এক যুবকের বিয়ের আলাপ চলছিল। কিন্তু দু’পক্ষের মধ্যে পছন্দ নিয়ে মতানৈক্য দেখা দেয়। এরমধ্য়ে ২৫ মার্চ যুবকে মেয়েকে নিয়ে পালিয়ে যায়। তরুণীর ভাইকে চিরাং মাক্রার কাছে ডেকে নিয়ে দুজনের মধ্যে বিয়ের কথা হয়। ভাই উপযুক্ত বয়স না হওয়ায় ওই যুবককে বিয়ে করতে রাজি হননি। বিয়ের বয়স হলেই তাদের বিয়ে দেওয়া হবে বলে বাড়ি নিয়ে আসার কথা বললে রাজি হয়নি মেয়েটি।

ঘটনার পর ২ এপ্রিল মেয়েকে তার বাড়ির সামনে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। এভাবে পড়ে থাকা দেখে হতবাক হয়ে যান মেয়ের পরিবারের সদস্যরা। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে তার মৃত্যু হয়। যুবতীর ভাই সম্প্রতি মানিকপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সোমবার রাতে এবিএমএসইউ নেতা সহ চার অভিযুক্তকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন আমির আলি, আকবর আলি, কুলসুন বেগম ও এবিএমএসইউ নেতা শহিদ আলি। প্রাথমিক চিকিৎসার পর আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Author

Spread the News