শ্রীভূমি শহরের ডিআইসি ত্রাণশিবিরে পড়ুয়াদের মধ্যে খাতা-কলম ও পোশাক বিতরণ তরুণীর

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১২ জুন : ব্যতিক্রমী একটি প্রয়াস নিতে দেখা গেলো, নূতন প্রজন্মের এক তরুণীকে।শিবিরে আশ্রিত প্রায় ২৫ জন ছাত্রছাত্রীদের মধ্যে দু’টি করে নোট খাতা, এক দিস্তা কাগজ, একটি করে কলম ও কলেজ ছাত্রীদের একসেট কাপড় তাদের হাতে তুলে দেন তন্ময়ী চৌধুরী। গত বছর মাস্টার্স শেষ করে একটি বেসরকারি স্কুলে চাকরি শুরু করেন। প্রথম মাসের সামান্য মাইনে দিয়ে এই সামগ্রীগুলো তাদের হাতে তুলে দিয়ে তার সহমর্মিতার হাত বাড়িয়ে দেন।

লঙ্গাই রোডের স্থানীয় প্রাক্তন ওয়ার্ড কমিশনার ও বর্তমান কমিশনারের প্রতিনিধি রথীন্দ্র ভট্টাচার্য  উপস্থিত থেকে এই প্রয়াসকে সাধুবাদ জানান। প্রসঙ্গত, তন্ময়ী চৌধুরী, প্রাক্তন শিক্ষক ও বিশিষ্ট সমাজকর্মী সুব্রত চৌধুরীর বড় মেয়ে।

শ্রীভূমি শহরের ডিআইসি ত্রাণশিবিরে পড়ুয়াদের মধ্যে খাতা-কলম ও পোশাক বিতরণ তরুণীর
Spread the News
error: Content is protected !!