ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু যুবকের

১৫ জানুয়ারি : মহারাষ্ট্রের নাসিকে ঘুড়ির মাঞ্জা দেওয়ার নাইলনের সুতোয় গলা কেটে মৃত্যু হল এক ২৩ বছরের যুবকের। মঙ্গলবার পাথরডি গ্রামের অদুরে বেলা ১২-৩০ নাগাদ ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম সোনু কিশান ধত্রে। গুজরাতে চুক্তিভিত্তিক কর্মী হিসাবে কাজ করত সে।

সূত্রের খবর, এদিন সোনু তাঁর বাইক চালিয়ে পাথরডি ফাটা থেকে দেওলালি ক্যাম্পের দিকে যাচ্ছিলেন। সেই সময় এই নাইলনের মাঞ্জা দেওয়ার সুতোয় গলা কেটে যায় তাঁর। নাইলনের সুতোটি এতটাই ধারাল ছিল যে, তাঁর গলায় এরফলে গভীর ক্ষতের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ইন্দিরানগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর। অতিরিক্ত রক্তক্ষরনের ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Author

Spread the News