লাঠি দিয়ে পিটিয়ে যুবককে নির্মমভাবে হত্যা, গ্রেফতার ৬

বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : গুয়াহাটি মহানগরের সাতগাঁও পুয়েরুণ নগরে এক নৃশংস ঘটনা ঘটল। ঘরের চৌহদে স্কুটির প্রবেশ নিয়ে বিবাদকে যুবককে পিটিয়ে হত্যা করল কয়েকজন লোক। সুরেশ রায় নামে যুবককে কুন্তা রায়ের নেতৃত্বে ছয় জনের একদল লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে।
পুলিশ ঘটনার তদন্তে নেমে কুন্তা রায়, মুকেশ কুমার রায়, বিশাল কুমার রায়, সুনীতা দেবী ও কাজল কুমারীকে গ্রেফতার করে। তবে
ঘটনার মূল অভিযুক্ত রাজেশ কুমার পলাতক বলে জানা যায়।