বেঙ্গালুরুতে সাগরে সলিলসমাধি কাশিপুরের যুবকের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ মে : বেঙ্গালুরুতে  কাজ করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হল এক যুবকের। তাঁর নাম সুহেল মজুমদার বয়স (২৪)।  কাছাড় জেলার কাশিপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা কাবুল হুসেন মজুমদারের ছেলে সুহেল।

জানা গেছে, সুহেল মজুমদার দীর্ঘদিন থেকে বেঙ্গালুরের কাজ করছিলেন। গত শনিবার প্রতিদিনের মতো কাজ শেষ করে সন্ধ্যার সময় কয়েকজন সহপাঠী সঙ্গে নিয়ে সমুদ্রে সাঁতার কাটতে যান। এরপর সাঁতার কাটতে কাটতে হঠাৎ সবার কাছ থেকে বেশ দূরে চলে যায় এবং সমুদ্রের এক বিশাল ঢেউয়ের কবলে পড়ে অদৃশ্য হয়ে যায়। তখন তার সহপাঠিরা অনেক অপেক্ষা করেন  কিন্তু সুহেল মজুমদার আর ফিরে না আসায়। স্থানীয় পুলিশকে অবগত করান। এরপর প্রায় দুই ঘণ্টা তদন্তের পর পুলিশ মৃতদেহ উদ্ধার করেন এবং তার সহপাঠীরা মৃতদেহ সুহেলের বলে সনাক্ত করায় মৃতদেহটি ময়নাতদন্তের পাঠানো হয়।
সোমবার বেঙ্গালুরু থেকে কাশিপুরের বাড়িতে মৃতদেহ নিয়ে আসা হয়। পরিবারের লোকেরা মৃতদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। আজ সন্ধ্যা পাঁচটায় জানাজার নামাজের শেষে মৃতদেহ দাফন করা হয়।

বেঙ্গালুরুতে সাগরে সলিলসমাধি কাশিপুরের যুবকের
Spread the News
error: Content is protected !!