হাইলাকান্দি থেকে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি
বরাক তরঙ্গ, ২৯ জুলাই : হাইলাকান্দিতে অপহরণ কাণ্ড! শহরতলির গাঙ্গপার-ধুমকর চতুর্থ খণ্ড এলাকায় প্রকাশ্য দিবালোকে ঘটা এই অপহরণ কাণ্ডে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে । অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার দুপুরে চারজনের এক সশস্ত্র দুষ্কৃতী দল শামসুল হক মজুমদার নামক এক বেসরকারি বাস চালককে ঘরের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়।
শামসুল হক পেশায় একজন গাড়ির ব্যবসায়ী। নিজেই নিভিয়া-শিলচর রুটে নিজের বাস চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এদিন ঘটনার সময় তিনি নিজের ঘরেই ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের ভাষ্যমতে, নিভিয়া এলাকার তৈয়বুর রহমান নামে এক যুবক প্রথমে শামসুল হকের বাড়িতে এসে তাঁকে বাইরে ডেকে আনেন। কিছুক্ষণের মধ্যেই তিনটি গাড়িতে করে আগত চারজন অস্ত্রধারী দুষ্কৃতী ঘটনাস্থলে এসে তাঁকে টানা হ্যাচরা করে অপহরণ করে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও উদ্বেগে পড়ে যান। পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে যখন অপহরণকারীরা শামসুল হকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ১০ লক্ষ টাকার মুক্তিপণ দাবি করে। প্রথমে তারা সেই টাকা শহরতলীর বেসিক চৌরঙ্গীতে নিয়ে যাওয়ার জন্য বলে। পরে আবার আয়নাখালে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেয়। কিন্তু সেখানে গিয়ে অনেক্ষণ অপেক্ষা করার পরও কেউ আসেনি। এরপরই অপহৃতের পরিবার হাইলাকান্দি সদর থানায় অভিযোগ দায়ের করে এবং পুলিশের সাহায্য চায়। হাইলাকান্দি পুলিশ দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অপহরণের সময়কার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তল্লাশি অভিযান শুরু হয়েছে।