শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু যুবকের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ মার্চ : হৃদয়বিদারক ঘটনা। বিয়ের সপ্তাহ দিন হতে না হতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় যুবকের। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার উধারবন্দ থানার অন্তর্গত মাঝারগ্রাম ডলুগ্রাম পূর্ত সড়কের দুর্গানগর চা-বাগানের ধূপ ঘরের পাশে। হত যুবক স্কটপুর চা-বাগানের বাসিন্দা মন্টু রিকিয়াশনের ছেলে বিধান রিকিয়াশন (২৩)।

জানা যায়, বিধান রিকায়শনের ছেলে বিয়ে হয়েছিল এবছরের ৬ মার্চ। বিয়ের পর বুধবার বিধান রিকিয়াশন বাইক নিয়ে থাইলু চা-বাগানে তাঁর শ্বশুর বাড়িতে যায় । শ্বশুর বাড়ি থেকে ফিরে আসার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন বিধান রিকিয়াশন। এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ বিধান রিকিয়াশনকে বাইকের পাশে পরে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি উধারবন্দ থানায় জানানোর পর উধারবন্দ থানার ওসি সিম তিমুং ও এসআই পাপলী দুয়ার পুলিশের দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। পরে পুলিশ প্রাথমিক তদন্তের বিধান রিকিয়াশনের মৃতদেহ ও বাইকটি উদ্ধার করে নিয়ে আসে। বিধান রিকিয়াশনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু যুবকের

Author

Spread the News