পাম্পে তেল ভরে হুন্ডাই গাড়ির মালিক হয়ে গেলেন যুবক

বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : গাড়িতে পেট্রোল ভরে আরও একটি গাড়ির মালিক হয়ে গেলেন ইকবাল হোসেন বড়ভূইয়া নামে এক ব্যক্তি। তিনি রামনগরের মেসার্স বরাক ফিলিং স্টেশন থেকে পেট্রোল ভরে ছিলেন গাড়িতে৷ সেসময় চলছিল ‘জিও পেট্রোল ভরো এসইউভি জিতো’ স্কিম। আর ইকবাল হোসেন বড়ভূইয়া ওই সময় তার গাড়িতে পেট্রোল ভরে ছিলেন। এ সুযোগে তিনি এসইউবি গাড়ির মালিক হয়ে যান। বুধবার আনুষ্ঠানিক ভাবে তাঁর হাতে হুন্ডাই গাড়ি তুলে দেওয়া হয়।

২০২৪ সালের সেপ্টেম্বর  থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত জিও পেট্রোল ভরো এসইউভি জিতো স্কিমের সময়কাল ছিল। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়ো বিপির নর্থ ইস্ট ইন্ডিয়ার কৰ্মকৰ্তা মহম্মদ শেখ, স্টেট ইনচার্জ রাজা দাস, ডিলার আশিস পাল ও ললিত বার্মা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ক্যুইজ প্রতিযোগিতা ও লটারি কুপন দেওয়া হয়।পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা জানান বিশিষ্ট অতিথি মোহাম্মদ শেখ।

পাম্পে তেল ভরে হুন্ডাই গাড়ির মালিক হয়ে গেলেন যুবক

Author

Spread the News