মাতৃভূমি-র দ্বিতীয় রাউন্ডে পৌঁছল ওয়াইএমসিএ
কে দাশ, ধলাই।
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : রবিবার মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের রোমাঞ্চকর বিজয় হাসিল করল ওয়াইএমসিএ এফসি। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন একপেশে লড়াইয়ে প্রতিপক্ষ আর্জানপুর এসপিএম (বি) দলকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে চলিত মাতৃভূমি কাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল ওয়াইএমসিএ এফসি।
এদিন প্রথমার্ধের খেলায় ১-১ গোলে সমতায় থাকে দু’দল। খেলার ১৫ মিনিটের মাথায় আর্জানপুর এসপিএম (বি) দলের খেলোয়াড় সাহাজুল ও ২৪ মিনিটে ওয়াইএমসিএ দলের হয়ে চমৎকার গোল করেন রনবীর সিংহ। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে সুনীল্দ্র ও ২৬ মিনিটে লয়া থংজাম পর পর দুটি গোল করে ওয়াইএমসিএ-কে এগিয়ে দেন। শেষমেশ ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করে ওয়াইএমসিএ এফসি।
এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন ওয়াইএমসিএ এফসি দলের খেলোয়াড় রণবীর। তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি ইয়ং মণিপুরি কাউন্সিল আসামের সভাপতি রমেন সিংহ ও প্রাক্তন ফুটবলার বিষ্ণু বর্মণ। এদিনের খেলা পরিচালনা করেন প্রবীন বর্মণ, কমরুজ্জামান লস্কর, রাকিব হোসেন বড়ভূইয়া ও এলমিন খাসিয়া। সোমবার গ্রুপ ‘সি’-র তৃতীয় খেলায় কালাখাল এফসি ও ভাগা এফসি পরষ্পরের মোকাবিলা করবে বলে জানান আয়োজক মাতৃভূমি-র ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ।
এদিন মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে রাজনগর-খুলিছড়া গ্রাম পঞ্চায়েতের সভাপতি ইমরান হোসেন বড়ভূইয়ার আকষ্মিক মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করা হয়। সংস্থার সকল সদস্য ও মাঠে উপস্থিত হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে প্রয়াত ইমরানের আত্মার সদগতি কামনায় এক মিনিট নিরবতা পালন করেন। উল্লেখ্য, গতকাল শনিবার এই মাঠে গুরুদয়ালপুর ও দর্মিখাল এফসি-র মধ্যে আয়োজিত ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন ইমরান, আর চব্বিশ ঘণ্টা যেতে না যেতেই এভাবে পরপারে পাড়ি দেবেন তা মন থেকে মেনে নিতে পারছেন না বলে জানান মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সীতাংশু দাস। প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।