বিশ্বের সবচেয়ে বয়স্ক লুসিল র‍্যান্ডন প্রয়াত

১৮ জানুয়ারি : বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ফরাসি সন্ন্যাসিনী লুসিল র‍্যান্ডন ১১৮ বছর বয়সে মারা গেছেন।  র‍্যান্ডন ১৯০৪ সালের ১১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। জেরোন্টোলজি রিসার্চ গ্রুপের (জিআরবি) ওয়ার্ল্ড সুপারসেন্টেনারিয়ান র‍্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন তিনি। নিউইয়র্কে যখন প্রথম পাতাল রেল খুলেছিল এবং যখন ট্যুর ডি ফ্রান্স একবার মঞ্চস্থ হয়েছিল ওই বছরেই জন্মগ্রহণ করেছিলেন লুসিল।

তিনি দীর্ঘদিন ধরেই অন্ধ ছিলেন এবং হুইলচেয়ারে নির্ভর করতেন। তবে তিনি নিজের থেকে অনেক কম বয়সী অন্যান্য বয়স্ক ব্যক্তিদের যত্ন নিতেন। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে একই বৈঠকে তিনি বলেন, ‘মানুষের উচিত একে অপরকে সাহায্য করা এবং ঘৃণা না করে একে অপরকে ভালবাসা।’ গত বছর ১১৯ বছর বয়সে জাপানের কেন তানাকার মৃত্যুর পরে বিশ্বের সবচেয়ে বয়স্ক হন র‍্যান্ডন। ২০২২ সালের এপ্রিলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আনুষ্ঠানিকভাবে তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের স্বীকৃতি দেয়।

Author

Spread the News