ভয়াবহ অগ্নিকাণ্ড বেলতলায়, জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন মহিলা
বরাক তরঙ্গ, ১ এপ্রিল : গুয়াহাটির বেলতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন প্রণিতা ডেকা নামে এক মহিলা। শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল, তা সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। রবিবার গুয়াহাটি একটি ব্যস্ত নগরে হঠাৎ একটা বিকট আওয়াজ হয়। সঙ্গে সঙ্গে একটা শোরগোল পড়ে গেল।
বেলতলা সার্ভের ৪ নম্বর লেনে একটি ভবনে বিশাল আগুন ছড়িয়ে পড়ে। ভবনের প্রথম তলায় আগুন লাগে। সূত্রের খবর, শর্ট সার্কিটের কারণে প্রথমে আগুন লাগে এবং তারপর সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। আগুনে রান্নাঘর, শোবার ঘর ও বাথরুম পুরোপুরি পুড়ে গেছে।

প্রণীতা ডেকা নামে ওই মহিলা ভয়াবহ আগুন দেখে বাইরে বেরোতে না পেরে শোবার ঘরে আশ্রয় নেন। বাড়িতে একাই থাকতেন ওই মহিলা। জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন তিনি। মহিলার স্বামী ডাঃ নরেন ডেকা নগাঁওর একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। অন্যদিকে, মহিলার একমাত্র ছেলে দুলিয়াজানে তেল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। এ ছাড়া মহিলার এক মেয়ে দিল্লিতে থাকে এবং অন্যটি গুয়াহাটিতে তার বাড়িতে থাকেন।

এ দিকে, আগুন এতটাই তীব্র ছিল যে বাড়ির অন্যান্য অনেক বৈদ্যুতিন সামগ্রীও বিস্ফোরিত হয়। ভবনের জানালার কাঁচ ভেঙে কয়েক মিটার দূরে পড়ে যায়।