আরও এগিয়ে এল ‘ডানা’, ওড়িশায় জারি উচ্চ সতর্কতা
২৪ অক্টোবর : ক্রমেই স্থলভাগ থেকে দূরত্ব কমছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডানা’র। স্থলভাগের দিকে আরও খানিকটা এল ‘ডানা’। তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়া ওড়িশা জুড়ে। ঝড়ের তাণ্ডব, প্রবল বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে জারি উচ্চ সতর্কতা। আর কয়েক ঘণ্টার মধ্যেই বন্ধ হবে বিমান ও ট্রেন চলাচল।
বুধবার রাতেই ভুবনেশ্বর আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা করেছিল, বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে শুক্রবার সকাল ন’টা পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ থাকবে। ভুবনেশ্বরে বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিমান পরিষেবা। পাশাপাশি ইস্ট কোস্ট রেলওয়ের তরফে মোট ১৯০টি ট্রেন বাতিল করা হয়েছে। এই ট্রেনগুলির কোনওটা ওড়িশা থেকে ছাড়ার কথা ছিল, কোনওটা ওড়িশার উপর দিয়ে যাওয়ার কথা।
ক্রমেই স্থলভাগ থেকে দূরত্ব কমছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডানা’র। স্থলভাগের দিকে আরও খানিকটা এল ‘ডানা’। তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়া ওড়িশা জুড়ে। ঝড়ের তাণ্ডব, প্রবল বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে জারি উচ্চ সতর্কতা। আর কয়েক ঘণ্টার মধ্যেই বন্ধ হবে বিমান ও ট্রেন চলাচল।
বুধবার রাতেই ভুবনেশ্বর আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা করেছিল, বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে শুক্রবার সকাল ন’টা পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ থাকবে। ভুবনেশ্বরে বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিমান পরিষেবা। পাশাপাশি ইস্ট কোস্ট রেলওয়ের তরফে মোট ১৯০টি ট্রেন বাতিল করা হয়েছে। এই ট্রেনগুলির কোনওটা ওড়িশা থেকে ছাড়ার কথা ছিল, কোনওটা ওড়িশার উপর দিয়ে যাওয়ার কথা।
খবর : আজকাল ডট ইন।