বিয়ের পিঁড়িতে আর বসা হল না মঞ্জিরার, সড়ক দুর্ঘটনায় অকালমৃত্যু
বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : হৃদয়বিদারক ঘটনা! বিয়ের দিন ঠিক ছিল ১৬ অক্টোবর। কিন্তু বিয়ের পিঁড়িতে আর বসা হল না বছর পঁচিশের মঞ্জিরা বরদলৈয়ের। এক পথদুর্ঘটনা চোখের পলকেই শেষ করে দিল সব স্বপ্ন। ভাবলেই বুক কেঁপে ওঠে—এ এক শিহরণজাগানো ঘটনা। চাংসারির এফসিআই গুদামের সামনে সড়ক দুর্ঘটনায় অকালমৃত্যু ঘটন মঞ্জিরার।
জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে মঞ্জিরা নিজের স্কুটিতে কর্মস্থল থেকে বাড়ির দিকে ফিরছিলেন। সেই সময় চাংসারি থানার অন্তর্গত ভারতীয় খাদ্য নিগমের গুদামঘরের কাছে NL-01AS-5440 নম্বরের ট্রেলারের পিছনের চাকা তাঁকে ধাক্কা মেরে ওপর দিয়ে চলে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। বুধবার উত্তর গুয়াহাটির শিলসাকোরের শ্মশানে মঞ্জিরা বরদলৈয়ের শেষকৃত্য সম্পন্ন হয়।
কনে হওয়ার আগেই সবার আপন, স্নেহের মেয়েটি বিদায় নিল এই পৃথিবী থেকে। উত্তর গুয়াহাটির শিলসাকোরের প্রয়াত প্রভাত বরদলৈয়ের কন্যা ২৫ বছর বয়সী মঞ্জিরা বরদলৈ। শেষকৃত্যের আগে বিয়ের জন্য কেনা শাড়িই পরানো হলো মঞ্জিরাকে।
উল্লেখ্য, ১৬ অক্টোবর উত্তর গুয়াহাটির এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। দুই পরিবারেই বিয়ের তোড়জোড় চলছিল পুরোদমে। নিজের বিয়ের জন্য মঞ্জিরা অনেককে নিমন্ত্রণও করেছিলেন। কিন্তু বিয়ের আগেই এমন করুণ ঘটনা ঘটবে, তা কেউ কল্পনাও করেনি। চাংসারির এফসিআই গুদামের কাছে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা কেড়ে নিল মঞ্জিরা বরদলৈয়ের জীবন।