সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদের ঢেউ শিলচর ও সোনাইয়ে

বরাক তরঙ্গ, ২৬ মার্চ : বিশিষ্ট সাংবাদিক দিলোয়ার হোসেন মজুমদারের ওপর পুলিশের আক্রমণ ও গ্রেফতারের ঘটনার তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানায় শিলচর প্রেস ক্লাব ও সোনাই প্রেস ক্লাব। বুধবার শিলচর প্রেসক্লাবের পক্ষ থেকে ঘটনার তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উত্থাপন করেন শিলচরের বিভিন্ন সাংবাদিকরা। এদিন প্রেসক্লাবের সামনে সাংবাদিকরা বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনা নিয়ে প্রেসক্লাবের সম্পাদক শঙ্কর দে জানান, সাংবাদিকদের অধিকার ও দায়িত্ব পালনকে খর্ব করা কোনওভাবে মেনে নেওয়া যাবে না।

এ দিকে, ব্যাঙ্কে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অ্যাপেক্স ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য সিনিয়র সাংবাদিক দিলওয়ার হুসেনকে পুলিশ কর্তৃক গ্রেফতারের তীব্র নিন্দা জানায় সোনাই প্রেস ক্লাব। সাংবাদিকতার ধর্ম পালন করতে গিয়ে মিথ্যা অভিযোগে সাংবাদিক দিলোয়ার হোসেনকে গ্রেফতার করে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আঘাত করা হয়েছে। সোনাই প্রেস ক্লাবের প্রত্যেক সদস্য এই কাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। রাজ্যে সাংবাদিকদের নিরাপত্তা প্রদান করতে অসম সরকারের কাছে দাবি জানায় সোনাই প্রেস ক্লাব।

এ দিকে, এ ঘটনার তীব্র প্রতিবাদ  জানিয়েছে বরাক উপত্যকা সাংবাদিক সংস্থা। এই সংস্থার সভাপতি হারাণ দে এ ঘটনার নিন্দা  জানান।

সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদের ঢেউ শিলচর ও সোনাইয়ে
সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদের ঢেউ শিলচর ও সোনাইয়ে
Spread the News
error: Content is protected !!