প্ল্যাটফর্মে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক, প্রাণ হারাল তিনজন
১৩ ডিসেম্বর : স্টেশনে ভয়ঙ্কর দুর্ঘটনা। প্ল্যাটফর্মে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক। ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে । ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয় বর্ধমান রেলস্টেশনে। রেল সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর ১২টা নাগাদ স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে আচমকাই জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে। ঘটনায় ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর। তাঁদের মধ্যে দুজনের নাম জানা গিয়েছে। একজনের নাম মফিজা খাতুন এবং আরেকজন ক্রান্তি কুমার। তৃতীয়জনের নাম জানা জায়নি। দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন আরপিএফ ও দমকল কর্মীরা। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।