ভোটের হার ৭৫ শতাংশ, কাছাড়ে কোথাও রি’পল নেই

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ মে : নির্বাচনী প্রটোকল অনুযায়ী কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ব্যালট বক্স সমেত বন্ধ করা হল সব স্ট্রং রুম। সেইসঙ্গে জেলায় শেষ হল অবাধ, নিরপেক্ষ ও নির্বিঘ্নে  নির্বাচনী ভোট প্রক্রিয়া। গোটা নির্বাচনে টানটান উত্তেজনা বিরাজ করলেও জেলার কোথাও বড় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফলস্বরূপ জেলার কোনো ভোটকেন্দ্রে পুনরায় ভোট বা রি’পল গ্রহনেরও দাবি উঠেনি। ভোটগ্রহণ প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের কর্মী আধিকারিকদের অত্যুধিক পেশাসুলভ আচরণের জন্যই এমন নির্বিঘ্নে ভোটদান সম্পন্ন সম্ভব হয়েছে।

প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী জেলায় ৭৫ শতাংশ ভোটদান হয়েছে। ভোটদানের এই হার আশাব্যঞ্জক। এবারে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ বাধাহীন হওয়াতে নির্বাচনের পরবর্তী প্রক্রিয়া ভোট গণনা ও ফলাফল ঘোষণা নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশাবাদী প্রশাসন। এক্ষেত্রে অবশ্যই প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে নিয়েছে।

ভোটের হার ৭৫ শতাংশ, কাছাড়ে কোথাও রি'পল নেই
Spread the News
error: Content is protected !!