হাত-পা বেধে ১০৪ জন ভারতীয়কে ফেরত পাঠাল মার্কিন প্রশাসন

৬ ফেব্রুয়ারি : বিনা অনুমতিতে বসবাসকারী ১০৪ জন ভারতীয়কে ইতিমধ্যে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। কিন্তু তাঁদের যেভাবে ফেরত পাঠানো হয়েছে তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। কারণ একাধিক ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, তাঁদের সকলের কোমরে বাঁধা রয়েছে চেন!

যদিও ভারত সরকার দাবি করেছে, ওই ছবি ভারতীয়দের নয়। কিন্তু আমেরিকা থেকে দেশে ফিরে আসা এক নাগরিক জানাচ্ছেন অন্য কথাই।

প্রথম দফায় দেশে ফিরে আসা ১০৪ জনের মধ্যে রয়েছেন ৩৬ বছরের যশপাল সিং। তিনি পাঞ্জাবের গুরদাসপুরের বাসিন্দা। তাঁর কথায়, মার্কিন সামরিক বিমানে তাঁদের আনার সময়ে হাত-পা চেন দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল। একমাত্র ভারতে বিমান অবতরণ করার পরই তাঁদের সেই বাঁধন খোলা হয়! যশপাল বলছেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম আমাদের আবার কোনও ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ আমাদের সকলের হাতে হাতকড়ি এবং পা চেন দিয়ে বাধা ছিল। কিন্তু পরে জানতে পারি আমরা দেশে ফিরছি।’ তিনি এও জানান, আমেরিকা যাওয়ার পর তাঁদের ১১ দিন টানা ডিটেনশন সেন্টারে কাটাতে হয়েছিল।

৩০ লক্ষ টাকা খরচ করে ‘ডাঙ্কি’ রুটে আমেরিকা গেছিলেন যশপাল। এতে তাঁর সময় লেগেছিল ৬ মাস! তিনি জানিয়েছেন, প্রথমে ইউরোপ গিয়ে তারপর সেখান থেকে ব্রাজিল গেছিলেন তিনি। তারপর আরও একাধিক দেশ ঘুরে আমেরিকা পৌঁছন। তাঁর এজেন্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন বৈধ ভিসা করিয়ে দেবেন। কিন্তু তা হয়নি। ২৪ জানুয়ারি তিনি আমেরিকা সীমান্তে ধরা পড়েন।

শুধু যশপালের এমন ঘটনা নয়। ফেরত আসা ভারতীয়দের প্রায় সকলেই ‘ডাঙ্কি’ রুটে গেছিলেন আমেরিকার। কারও ২০ লক্ষ, তো কারও ৩৫ লক্ষ টাকা খরচ হয়েছে তাতে। হরবিন্দর নামের এক যুবক এও জানিয়েছেন, জঙ্গল, পাহাড়, নদী সব পেরিয়ে তাদের যেতে হয়েছে। ‘ডাঙ্কি’ রুটে কয়েকজনকে মারা যেতেও দেখেছেন তিনি। এছাড়া অনেকের জামাকাপড় থেকে শুরু করে বহু জিনিস চুরি হয়েছে।

এর আগে গুয়াতেমালা, পেরু, হন্ডুরাসের মতো দেশেও সামরিক বিমানে করে সে দেশের নাগরিকদের ফেরত পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে এই প্রথম ভারতে অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের এভাবে ‘ডিপোর্ট’ করল আমেরিকা। তথ্য বলছে, ফেরত আসা ভারতীয় নাগরিকদের মধ্যে ৩০ জন করে পাঞ্জাব, গুজরাত এবং হরিয়ানারা বাসিন্দা। এছাড়া রয়েছেন মহারাষ্ট্রের ৩ জন, উত্তরপ্রদেশ এবং চণ্ডীগড়ের ২ জন। ফেরত আসা নাগরিকদের মধ্যে ৪৮ জনের বয়স ২৫ বছরের কম।
খবর : দ্য ওয়াল।

হাত-পা বেধে ১০৪ জন ভারতীয়কে ফেরত পাঠাল মার্কিন প্রশাসন
হাত-পা বেধে ১০৪ জন ভারতীয়কে ফেরত পাঠাল মার্কিন প্রশাসন

Author

Spread the News