রবিবার দক্ষিন বারিকনগরে দুই পীরের ইসালে সওয়াব

রবিবার দক্ষিন বারিকনগরে দুই পীরের ইসালে সওয়াব

বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : দক্ষিন বারিকনগরে ইসালে সওয়াব মহফিল ও তরিকতের বার্ষিক জালসা রবিবার অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে দক্ষিন বারিকনগরে পীর শাহছুফি মুন্সী খুরশেদ আলি ও শাহছুফি হাফিজ সুলাইমান আলি সাহেবের ইসালে সওয়াব উপলক্ষে তরিকতের বার্ষিক জলসার আয়োজন করা হয়েছে।

মহফিলে সবার উপস্থিতি ও সার্বিক সাহায্যে সহযোগিতা কামনা করেছেন মওলানা সাহিদ আহমেদ, সেলিম উদ্দিন, হাফিজ নুর আহমেদ, আশিক উদ্দিন, আব্দুল মতিন, আব্দুল রহিম, বদর আলি, সাহাদ আহমেদ, বাবুল উদ্দিন প্রমুখ।

রবিবার দক্ষিন বারিকনগরে দুই পীরের ইসালে সওয়াব
Spread the News
error: Content is protected !!