বাকস মিডিয়া ক্রিকেট ফেস্টের দ্বাদশ সংস্করণ শুরু হচ্ছে শনিবার থেকে

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ মার্চ : বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বাকস) আয়োজিত মিডিয়া ক্রিকেট ফেস্টের দ্বাদশ সংস্করণ শুরু হচ্ছে শনিবার। শিলচরের সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে। উদ্বোধনী দিনে থাকছে একটিমাত্র ম্যাচ। অরুণাচল এসএস নিউজ রকার্স খেলবে খুশি মিডিয়া চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে। পাঁচদলীয় আসরে পরবর্তী দুই দিনে অবশ্য দু’টি করে লিগ ম্যাচ রয়েছে। মঙ্গলবার সেমিফাইনাল এবং বুধবার হবে মেগা ফাইনাল।

উল্লেখ্য, অংশগ্রহণকারী অন্য তিনটি দল হল এবি কালোয়ার খবর হিরোজ, রুবিকা প্রেস ফাইটার্স এবং জানিগঞ্জ মিডিয়া প্যান্থার্স। অন্য অফিস লিগ বা মিডিয়া স্পোর্টস ইভেন্টের চেয়ে বাকসের আসর বরাবরই একটু ব্যতিক্রমী থাকে। কারণ, এখানে মিডিয়ায় সক্রিয়ভাবে যাঁরা কাজ করেন, তাঁরাই অংশ নিয়ে থাকেন। ফলে, প্রবীণদেরই প্রাধান্য বেশি থাকে। প্রতিযোগিতা গৌণ হয়ে ওঠে, উৎসবটাই মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়।

আসরের ম্যাচগুলির লাইভ স্কোর সরাসরি ক্রিকহিরোজ অ্যাপে দেখতে পাওয়া যাবে। এবার বরাকের তিন জেলার সব মিডিয়াকর্মীকে একইসঙ্গে নিয়ে তালিকা তৈরি করা হয়েছে। ফলে কাছাড়, করিমগঞ্জ কিংবা হাইলাকান্দির আলাদা কোনও দল থাকছে না।
আসরকে সামনে রেখে সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের মাঠে শেষ তুলির টান চলছে। বৃহস্পতিবার রাতে ছিল বরাক প্রিমিয়ার লিগের ফাইনাল। ফলে, বাকস ফেস্টের জন্য শুক্রবারই কাজে হাত পড়েছে। অবশ্য চন্দন শর্মার তত্ত্বাবধানে খুব দ্রুত মাঠের ভোল পাল্টে দেওয়া হয়েছে। শনিবার সকাল নয়টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। খেলা শুরু হবে দশটা থেকে। শুক্রবার বিকেলে পাঁচটি দলের প্রতিনিধিদের হাতে টুর্নামেন্টের জার্সি তুলে দেওয়া হয়।

বাকস মিডিয়া ক্রিকেট ফেস্টের দ্বাদশ সংস্করণ শুরু হচ্ছে শনিবার থেকে

Author

Spread the News