ক্রসিং ভেঙে চলন্ত ট্রেনে ধাক্কা ট্রাকের

ক্রসিং ভেঙে চলন্ত ট্রেনে ধাক্কা ট্রাকের

২০ নভেম্বর : ফের ট্রেন দুর্ঘটনা। গত কয়েকদিনে পরপর রেল দুর্ঘটনা হয়েছে দেশজুড়ে। এবার ঝাড়খণ্ডে। জসিডি ও শঙ্করপুরের মাঝে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে প্যাসেঞ্জার ট্রেনের। উল্টে যায় ট্রাকটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মীরা। শুরু হয় উদ্ধারকাজ। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল।

কুমরাবাদ বোহিনি স্টেশন ছাড়ার কিছু পরেই ঘটে বিপত্তি। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ ঘটে দুর্ঘটনা। ঝাঝা আসানসোল মেমু ট্রেনটি সবে স্টেশন ছেড়ে বেরিয়েছে। সেইসময়ই একটা ট্রাক ঢুকে পড়ে লাইনে। ট্রেনের সঙ্গে উল্টে যায় ট্রাকটি। খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলকর্মীরা। প্রায় এক ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিয়ম ভেঙে হঠাৎই ট্রাকটি ঢুকে যায় লাইনে। গাড়িটি আসানসোলের দিকে যাচ্ছিল। আসানসোল রেল ডিভিশনের ডি আর এম চেতনা নন্দ সিং জানান, কোনও হতাহতের খবর নেই। যাত্রীরা এবং ট্রাক চালক সকলেই সুরক্ষিত রয়েছেন। ক্ষতিগ্রস্ত হয় ট্রেনটি। এই সংঘর্ষে ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়। ক্ষতিগ্রস্ত ট্রেনের যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে রেলের আধিকারিক ও জরুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, রেল পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে। কীভাবে ট্রাকটি বন্ধ গেট উপেক্ষা করে বেআইনিভাবে লেভেল ক্রসিংয়ে প্রবেশ করেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে মঙ্গলবারের আগেও গত কয়েক সপ্তাহে পরপর বেশ কয়েকটি রেল দুর্ঘটনা ঘটেছে।

Spread the News
error: Content is protected !!