আসাম বিশ্ববিদ্যালয় ফুটবলে চ্যাম্পিয়ন জিসি কলেজ, রানার্স থাঙনোকবে
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : আসাম বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃ মহাবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার খেতাব এবারে জিতে নিল শিলচরের গুরুচরণ (জিসি) কলেজ। এক বিবৃতিতে নিরঞ্জন দাস জানান, বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত মঙ্গলবার প্রতিযোগিতার ফাইনালে এক টানটান উত্তেজনার মধ্যে তারা হারায় থোঙনাকবে মহাবিদ্যালয় দলকে। টাইব্রেকারে ৫-৩ গোলের ব্যবধানে। দুটি দলই এদিন খেতাব দখলে মরিয়া হয়ে উঠে।
নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। ম্যাচের ২৮ মিনিটে প্রথমে জিসি কলেজ এক গোলে এগিয়ে যায়। গোল করেন দেবোজিৎ সিং। কিন্তু এই গোল মাত্র ২ মিনিট ধরে রাখতে পারিনি জি সি কলেজ। ম্যাচের সমতা ফিরিয়ে নেন থোঙনাকবে কলেজের রৌশন বসুমাতারি। পরে নির্ধারিত সময়ে আর কোন পক্ষই গোল করতে পারেনি। ফলে ম্যাচের ফয়সালা ঘটে টাইব্রেকারে। ৪-২ গোলে।
প্রতিযোগিতায় সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন আসাম বিশ্ববিদ্যালয়ের মৃগাঙ্ক বরা, সেরা ফরওয়ার্ড হয়েছেন হাঙ্ককাম জামে, সেরা ডিফেন্ডার হয়েছেন জিসি কলেজের বিপ্রজিত দেব, সেরা লিঙ্কম্যান হয়েছেন জানির আহমেদ, টুর্নামেন্ট সেরা হয়েছেন রিংসানলিয়ান মার, টপ স্কোরার ও ম্যাচ সেরা হয়েছেন সোমনাথ কলেজ থোঙনাকবে কলেজের রৌশন বসুমাতারি। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীবমোহন পন্থ, শিলচর ডিএসএ-র রেফারি সচিব সমর রায় সহ অন্যান্য অতিথিরা। ফাইনাল ম্যাচ পরিচালনা করেন শঙ্কর ভট্টাচার্য, শামীম আহমেদ বড়ভূইয়া, বাবুল মোড়া ও কমরুজ্জামান লস্কর।