পরিবহন নিগমের কর্মীদের পেনশন বাবদ ৫০ কোটি মঞ্জুর হওয়ায়, সাধুবাদ

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১ আগস্ট : ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বর্তমান শাসকদলের ঐকান্তিক প্রচেষ্টায় অসম রাজ্য পরিবহন নিগমের হাজারো কর্মীর পেনশন বাবদ  সম্প্রতি মঞ্জুর হয়েছে ৫০ কোটি টাকা। রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে ভারতীয় মজদুর সংঘ (বিএমএস) অনুমোদিত সংগঠন শিলচরের এএসটিসি এমপ্লয়িজ ইউনিয়ন। সঙ্গে বিভাগীয় চেয়ারম্যান লোচন দাস, ভাইস চেয়ারম্যান প্রণবজ্যোতি লহকর, ম্যানেজিং ডিরেক্টর চিন্ময় প্রকাশ ফুকনের (এপিএস) প্রতিও ব্যক্ত করেছেন কৃতজ্ঞতা।

বিভাগীয় কর্মীদের দীর্ঘদিনের বেশকিছু দাবি আদায়ের ক্ষেত্রে বর্তমান শাসকদলের সুনজর রয়েছে বলে আশা ব্যক্ত করেছেন ইউনিয়নের কর্মকর্তারা। বৃহস্পতিবার শিলচরে সাংবাদিক সম্মেলন ডেকে ইউনিয়নের সাধারণ সম্পাদক বুরহান মজুমদার বলেন, ভারতীয় মজদুর সংঘ নিগমের সঙ্গে যুক্ত হওয়া এবং কর্মীদের স্বার্থ নিয়ে দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে যোগসূত্র বজায় রেখে চলার কল্যাণে এই প্রথমবারের মতো এত বিশাল অংকের অনুদান পাওয়া সম্ভব হয়েছে।

এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংঘের শিলচর শাখার সভাপতি জুবাইর লস্কর, সহ-সভাপতি বদরুল ইসলাম, সহ-সম্পাদক অমিত দাস ও আকরাম হোসেন, সজু কুমার দাস প্রমুখ।

Spread the News
error: Content is protected !!