ভূমিধসে পাহাড় লাইনে ট্রেন বাতিল
বরাক তরঙ্গ, ৯ জুলাই : পাহাড় লাইনে ফের ট্রেন বাতিল করল রেল কর্তৃপক্ষ। বুধবার রেল বিভাগ থেকে এক প্রেস বিবৃতিতে জানায় লামডিং বিভাগের মুপা দিহাখো স্টেশনের মধ্যবর্তী KM-51/1-2-এ রেলপথের উপর পাহাড় থেকে প্রচুর পরিমাণে মাটি, কাদা, পাথর ইত্যাদি পড়ে যাওয়ার কারণে লামডিং-বদরপুর পার্বত্য অংশে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য ধ্বংসাবশেষ সরানো না পর্যন্ত রেলপথে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে। মেশিন এবং পর্যাপ্ত জনবল ব্যবহার করে ঘটনাস্থলে মেরামতের কাজ শুরু হয়েছে। গুয়াহাটি, লামডিং, শিলচর, বদরপুর এবং আগরতলা স্টেশনে যাত্রীদের সুবিধার্থে হেল্প ডেস্ক খোলা হয়েছে।
ভূমিধসের ফলে বাতিল ট্রেনগুলো হল ১১ জুলাই ১২৫০৩ (এসএমভিটি SMVT বেঙ্গালুরু-আগরতলা) হামসফর এক্সপ্রেস ও ১৩ জুলাই ১২৫১৫ (তিরুবনন্তপুরম সেন্ট্রাল-শিলচর) এক্সপ্রেস।

আংশিক বাতিল ট্রেন গুলো হয়েছে
৮ জুলাই ট্রেন নম্বর ১৩১৭৩ (শিয়ালদহ সাবরুম) কাঞ্চনঝুঙ্গা এক্সপ্রেস লামডিং-এ সংক্ষিপ্তভাবে বন্ধ থাকবে এবং লামডিং এবং সাবরুমের মধ্যে আংশিকভাবে বাতিল থাকবে।
৭ জুলাই ট্রেন নম্বর ১৪৬২০ (ফিরোজপুর ক্যান্ট আগরতলা) এক্সপ্রেস সংক্ষিপ্ত হবে। লামডিং-এ বন্ধ হয়ে গেছে এবং লামডিং এবং আগরতলার মধ্যে আংশিকভাবে বাতিল থাকবে
৯ জুলাই ট্রেন নম্বর ১৩১৭৬ (শিলচর – শিয়ালদহ) কাঞ্চনঝুঙ্গা এক্সপ্রেস লামডিং থেকে ছেড়ে যাবে এবং শিলচর এবং লামডিংয়ের মধ্যে আংশিকভাবে বাতিল থাকবে।

১০ জুলাই ট্রেন নম্বর ১২৫২০ (আগরতলা লোকমান্য তিলক টার্মিনাস) এক্সপ্রেস কামাখ্যা থেকে যাত্রা শুরু করবে এবং আগরতলা এবং কামাখ্যার মধ্যে আংশিকভাবে বাতিল থাকবে।
১০ জুলাই ট্রেন নম্বর ১২৫০৮ (শিলচর-তিরুবনন্তপুরম সেন্ট্রাল) এক্সপ্রেস গুয়াহাটি থেকে ছেড়ে যাবে এবং শিলচর এবং গুয়াহাটির মধ্যে আংশিকভাবে বাতিল থাকবে।
১০ জুলাই ট্রেন নম্বর ১৪৬১৯ (আগরতলা-ফিরোজপুর ক্যান্টনমেন্ট) এক্সপ্রেস গুয়াহাটি থেকে ছেড়ে আসা ট্রেনটি সংক্ষিপ্ত হবে এবং আগরতলা এবং গুয়াহাটির মধ্যে আংশিকভাবে বাতিল থাকবে।