লালকেল্লা থেকে চুরি যাওয়া ১ কোটির কলস উদ্ধার, জৈন পুরোহিতের ছদ্মবেশে চোর

৮ সেপ্টেম্বর : কয়েক দিন আগেই রাজধানী দিল্লিতে ভয়াবহ ঘটনা ঘটে। ঐতিহাসিক লাল কেল্লা থেকে সেখান থেকে খোয়া গিয়েছিল একটি হীরক খচিত কলসি। যার দাম কয়েক কোটি টাকা। জানা গিয়েছে, সম্প্রতি লালকেল্লায় জৈনধর্মের কোনও একটি অনুষ্ঠান চলছিল। তখনই কয়েক কোটি মূল্যের হিরে খচিত সোনার কলসটি চুরি হয়েছিল।

অনুষ্ঠান চলাকালীনই সুযোগ বুঝে সেই কলসিটি চুরি করে পালায় চোর। সেদিন থেকেই উদ্ধারকার্য শুরু করেছিল দিল্লি পুলিশ। অবশেষে চুরি হওয়া ১ কোটি টাকা মূল্যের হিরের কলস উদ্ধার করেছে পুলিশ এবং চোরকেও গ্রেফতার করেছে দিল্লি পুলিশের অপরাধ শাখা।

ঐতিহাসিক ভবনটি রক্ষার জন্যে সিআইএসএফ সদস্য মোতায়েন রয়েছে। সেখান থেকে কীভাবে ঐতিহাসিক হিরের কলসি চুরি হয়, সেই নিয়েই উঠে ছিল প্রশ্ন। সিসিটিভই ফুটেজে দেখা গিয়েছে, ধর্মীয় অনুষ্ঠানে চোর জৈন পুরোহিতের ছদ্মবেশে এসে মূল্যবান জিনিস লুট করে নিয়ে গিয়েছিল।

এফআইআর অনুসারে চুরি হওয়া জিনিসপত্রের মধ্যে ছিল একটি সোনার কলসি এবং প্রায় ৭৬০ গ্রাম ওজনের একটি সোনার নারকেল, এছাড়াও হীরে, পান্না এবং রুবি দিয়ে খচিত ১১৫ গ্রাম ছোট আকারের আরও একটি সোনার কলসি। জিনিসপত্রগুলি জৈন আচার-অনুষ্ঠানে ব্যবহৃত হয়, তাই সেগুলিকে পবিত্র বলে মনে করা হয়।

চুরি যাওয়া জিনিসগুলি ব্যবসায়ী সুধীর জৈনের মালিকানাধীন ছিল, যিনি প্রতিদিন ধর্মীয় অনুষ্ঠানের জন্য মূল্যবান জিনিসপত্র আনতেন। সিসিটিভিতে দেখা গিয়েছে যে, সন্দেহভাজন ব্যক্তি জৈন পুরোহিতের ছদ্মবেশে মূল্যবান জিনিসপত্র ভর্তি একটি ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছে।তথ্য অনুযায়ী, ঐতিহাসিক লাল কেল্লায় একটি জৈন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সন্দেহ করা হচ্ছে যে চোরদের নজর আগে থেকেই এই অমূল্য কলসের উপর ছিল। ভিড়ের মধ্যে সুযোগ পেয়েই চোরেরা সেটি চুরি করে।মঙ্গলবার অনুষ্ঠানের সময় ভিড়ের মধ্যে এই কলসটি অদৃশ্য হয়ে যায়।

ব্যবসায়ী সুধীর জৈন প্রতিদিন পুজোর জন্য কলসটি নিয়ে আসতেন। গত মঙ্গলবার অনেক বিশিষ্ট রাজনীতিবিদও জৈন ধর্মাবলম্বীদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

সুধীর জৈনের আত্মীয় পুনিত জৈন অভিযোগ করেছেন যে, চোর আগে তিনটি মন্দিরে একই রকম চুরির চেষ্টা করেছিল।

Spread the News
error: Content is protected !!