মহরমের মিছিলে তালিবানের গুলি, হত ১

২৯ জুলাই : গজনি শহরের নোয়াবাদ এলাকায় মহরমের শোক পালনকারীদের শোভাযাত্রার উপর এলোপাথাড়ি গুলি চালিয়েছে তালিবান জঙ্গিরা গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের,আহত আরও অন্তত ১০ জন। আহতদের মধ্যে ৪ জন শিশুও রয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার আশুরার দিনে। শিয়া সম্প্রদায়ের দ্বারা আয়োজিত শোভাযাত্রাটি যখন গজনি শহরের ষষ্ঠ নিরাপত্তা জেলা থেকে শাহাদেহ ফোর্টের নওবাদের দিকে যাচ্ছিল, তখন শোভাযাত্রা লক্ষ্য করে আচমকা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তালিবানরা। তবে গুলি চালানোর কারন সম্পর্কে কিছু জানায়নি সন্ত্রাসী গোষ্ঠী তালিবানরা।

গজনীর প্রাদেশিক হাসপাতালের সূত্র জানিয়েছে, নিহতদের বেশিরভাগই মাথা ও পেটে গুলি লেগেছে। অন্যদিকে তালিবানরা আজ শনিবার ভোরের পর থেকে গজনি শহরে টেলিযোগাযোগ নেটওয়ার্কের পরিষেবা বন্ধ করে দেয়। যেকারণে কাবুল এবং বলখ সহ অন্যান্য প্রদেশেও টেলিযোগাযোগ নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে।

প্রসঙ্গত,তালিবান চলতি বছর মহররম মাসে শোক পালনকারীদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মহরম পতাকা স্থাপনে বাধা দেওয়া থেকে শুরু করে শিয়ারা যেখানে অনুষ্ঠানটি উদযাপন করে, সেই স্থানগুলিতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Author

Spread the News