দ্বিবিজাকে ১০ হাজার সহ চার কৃতি প্যাডলারকে সংবর্ধনা দিল টেবিল টেনিস ক্লাব

বরাক তরঙ্গ, ৩১ জুলাই : জেলার চার কৃতি প্যাডলারকে সংবর্ধিত করল উধারবন্দ টেবিল টেনিস ক্লাব। বরাক উপত্যকা থেকে প্রথমবারের মতো জাতীয় রেঙ্কিং-এ প্রথম দশে স্থান পাওয়া দ্বিবিজা পালকে নগদ ১০ হাজার টাকা সহ স্মারক দিয়ে রবিবার রাতে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের পক্ষে সংবর্ধনা জানানো হয়।

দ্বিবিজাকে ১০ হাজার সহ চার কৃতি প্যাডলারকে সংবর্ধনা দিল টেবিল টেনিস ক্লাব

টানা দুটি রাজ্য চ্যাম্পিয়ানশিপে অনুর্ধ ১১ গার্লসে খেতাব এবং গুয়াহাটিতে ডনবস্কো চ্যাম্পিয়ানশিপে অনুর্ধ ১৩ গার্লসে খেতাব জয়ের বিরল কৃতিত্ব অর্জন করেছে দ্বিবিজা। এবং এর সুবাদেই জাতীয় রেঙ্কিং-এ প্রথম দশে গৌরবের স্থান দখল করে নেয় সে। এদিন ক্লাব কর্মকর্তা, সদস্য, প্যাডলার ও অভিভাবকদের উপস্থিতিতে তাঁকে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়।

এদিনের অনুষ্ঠানে এছাড়াও সংবর্ধনা জানানো হয় ডনবস্কো রাজ্য চ্যাম্পিয়ানশিপে অনুর্ধ ১১ বয়েজ খেতাব জয়ী বিপ্রজিৎ পাল, অনুর্ধ বয়েজে রানার আপ ও তৃতীয় স্থান অধিকারী জেনিথ সিং ও তৃতীয় স্থান অধিকার করা অক্ষিতা রায়কে। তাঁদের সবাইকে স্মারক ও উত্তোরীয় দিয়ে সম্মান জানানো হয়। ক্লাবের পক্ষে তাঁদের সংবর্ধিত করেন উপদেষ্টা সূর্যকুমার শর্মা, পার্থ পাল, অমিচাঁদ জাঙ্গির, সভাপতি সোমনাথ দেব, প্রাক্তন সহ সভাপতি বিষ্ণুপদ পাল, সচিব কল্লোল দাস সহ অন্যান্য কর্মকর্তারা।

অক্ষিতা এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি। এই চার কৃতি প্যাডলার-ই টেবিল টেনিস ক্লাব অ্যাকাডেমিতে নিয়মিত অনুশীলন করছে। ক্লাবের পক্ষে তাঁদের বলা হয়, এই সাফল্য সবে প্রথম ধাপ।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News