যুবককে আক্রমণ করে থানায় আত্মসমর্পণ দুষ্কৃতির

বরাক তরঙ্গ, ৯  ফেব্রুয়ারি : প্রতিবেশীকে আক্রমণ করে থানায় গিয়ে আত্মসমর্পণ করল এক যুবক। যুবকের আক্রমণে পিঙ্কু দেব নামের এক যুবক শিলচর মেডিক্যল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনাটি রবিবার সকালে শিলচর বিবেকানন্দ লেনে সংঘটিত হয়। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

যুবককে আক্রমণ করে থানায় আত্মসমর্পণ দুষ্কৃতির

স্থানীয়রা জানান, এ দিন সকাল বেলা এলাকার রকি দেব নামের এক যুবক লাঠি দিয়ে হঠাৎ করে পিংকু দেবের মাথায় আঘাত করে সঙ্গে সঙ্গে পিংকু দেব রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যায়। এ কাণ্ড ঘটিয়ে রকি দেব থানায় গিয়ে আত্মসমর্পণ করে। স্থানীয়রা সঙ্কটজনক অবস্থায় আহত যুবককে চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এবং রকি দেবের বিরুদ্ধে শিলচর ঘুংঘুর থানায় মামলা দায়ের করা হয়।

যুবককে আক্রমণ করে থানায় আত্মসমর্পণ দুষ্কৃতির
যুবককে আক্রমণ করে থানায় আত্মসমর্পণ দুষ্কৃতির

Author

Spread the News