তালিকা সংশোধনে স্থগিতাদেশ নয়, আধার-ভোটার কার্ডকে মান্যতা দেওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের
২৮ জুলাই : বিহারের ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন বা এসআইআর (Bihar SIR) শুরু করেছে নির্বাচন কমিশন। এতে কোন কোন নথি বিবেচনা করা হবে সেটির একটি তালিকা প্রকাশ করা হয়েছিল কমিশনের তরফে। কিন্তু সেই ১১টি নথির মধ্যে নেই আধার কার্ড এবং ভোটার কার্ড। তবে এসআইআর-এ যাতে এই দুই নথিকেও গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়, ফের একবার সেই পরামর্শই কমিশনকে দিল সুপ্রিম কোর্ট।
সোমবার এসআইআর নিয়ে মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে। সেখানেই আধার এবং ভোটার কার্ডকে বিবেচনার তালিকায় আনার পরামর্শ দেন তাঁরা। বিচারপতিদের বেঞ্চের দাবি, যে কোনও নথিই জাল করা যেতে পারে। সেটা আধার, ভোটার কার্ড বাদ দেওয়ার যুক্তি হতে পারে না।
এদিন দুই বিচারপতির বেঞ্চ জানায়, ‘এই দু’টি নথিও বিবেচনার তালিকায় অন্তর্ভুক্ত করুন। আগামী দিনে হয়তো দেখবেন কেবল আধার নয়, এসআইআর-এ নির্দেশিত ১১টি নথিই জাল করা যাচ্ছে। সেটা আলাদা বিষয়। তবে বর্তমানে আমরা দেখছি, গণহারে মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। কিন্তু বিষয়টা এমন হওয়া উচিত ছিল যেখানে গণহারে মানুষের নাম অন্তর্ভুক্ত করা যাবে।’
যদিও এবিষয়ে কমিশনের দাবি, আধার কার্ড কেবল পরিচয়পত্র। এমনিতেই দেশজুড়ে প্রচুর ভুয়ো আধার কার্ডের হদিস মিলেছে। তাছাড়া ভোটার হওয়ার যোগ্যতা প্রমাণে আধার কার্ডের ভূমিকা নিয়ে ৩২৬ ধারায় বিধিনিষেধ রয়েছে। এছাড়াও পুরোনো ভোটার তালিকার ভিত্তিতেই এপিক নম্বর তৈরি হয়ে থাকে। ফলে বিশেষ সংশোধনের ভিত্তিই হারিয়ে যায়। সেই সঙ্গে দেশজুড়ে ভুয়ো র্যাশন কার্ডেরও রমরমা। কিন্তু যেহেতু ভোটার তালিকার নিবিড় সংশোধন করা হচ্ছে তাই এই নথিগুলি মান্যতা দেওয়া যাবে না বলে জানিয়েছিল কমিশন। কিন্তু কমিশনের এই যুক্তিতে সন্তুষ্ট নয় শীর্ষ আদালত। তাই ফের আধার এবং ভোটার কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণের পরামর্শ দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ।
এদিকে, সোমবার শুনানি সম্পূর্ণ না হওয়ায় মঙ্গলবার আবার মামলাটি শুনবে সুপ্রিম কোর্ট। মামলাকারীদের তরফে ভোটার তালিকা চূড়ান্ত করার উপর স্থগিতাদেশের আবেদন জানানো হয়েছিল। কিন্তু এদিন বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, গোটা প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিচ্ছে না আদালত। এবার সুপ্রিম কোর্টের পরামর্শ কমিশন মেনে নেয় কি না সেটাই এখন দেখার।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।