পালংঘাটে রেফারিদের ওপর আক্রমণ, নিন্দা সোনাই রেফারি অ্যাসোসিয়েশনের
বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : পালংঘাট মাঠে মাতা সংঘের ফুটবলে রেফারিদের ওপর আক্রমণের তীব্র ভাষায় নিন্দা জানালো সোনাই রেফারি অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের রেফারি ইনচার্জ শামিম আহমেদ বড়ভূইয়া ও সম্পাদক হোসেন আহমদ এ ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে উপযুক্ত তদন্তক্রমে প্রশাসনের কাছে সুবিচার চেয়েছেন। পাশাপাশি দর্শকদের কাছে আবেদন জানান যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয়।
তাঁরা বলেন, গত এক সপ্তাহের মধ্যে হিলাড়া, দিঘরখাল, বিহাড়া মাঠে রেফারিকে মারধর করা হয়েছে। একইভাবে মঙ্গলবার পালংঘাট মাঠে সংঘটিত ঘটনায় রেফারিদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। এভাবে রেফারিদের ওপর অপ্রত্যাশিত ঘটনা ঘটে তাহলে আগামী দিনে রেফারিরা গ্রামাঞ্চলের খেলা পরিচালনা থেকে বিরত থাকতে বাধ্য হবেন। এতে গ্রামের উদীয়মান খেলোয়াড়দের ক্ষতি হবে। এমনকি সমাজেরও ক্ষতি হবে মনে করেন তাঁরা।
জানা যায়, রেফারির শেষ বাঁশি বাজানোর আগেই মাঠে ছড়িয়ে পড়ে উত্তেজনা। বেশ কয়েকজন দর্শক মাঠে ঢুকে পড়েন। কয়েকজন উত্তেজিত দর্শক রেফারি নির্মল সিং-এর উপর দলবদ্ধ আক্রমণ শুরু করেন এবং লাথি ঘুষি মেরে তাড়াতে শুরু করেন। কমিটি ও পুলিশ কর্মীরা রেফারিকে উদ্ধার করেন এবং দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযোগ, খেলার শেষ মূহুর্তে বনতারাপুর দলের গোল পোস্টের কাছে হ্যান্ডবলের বাঁশি বাজাননি রেফারি। এই অভিযোগকে কেন্দ্র করেই উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার খবরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী মাঠে পৌঁছালে খেলার সমাপ্তি ও বনতারাপুর এফসিকে জয়ী ঘোষণা করে কমিটি।