ভুটানে আসাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সামাজিক বিজ্ঞান সম্মেলন আয়োজিত
বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য প্ৰশাসন বিভাগের উদ্যোগে ভুটানে আয়োজিত হল চারদিনের ইন্দো-ভুটান সামাজিক বিজ্ঞান সম্মেলন৷ গত ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর এই সম্মেলন আয়োজিত হয় ভুটানের পারো কলেজ অব এডুকেশনে৷ এতে অংশ নেন ভারত, ভুটান ছাড়াও নেপাল, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের ১৬৫টি শিক্ষাপ্ৰতিষ্ঠানের প্ৰতিনিধিরা। সম্মেলন আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় শিলচর ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন ও ভুটানের রয়্যাল ইউনিভাৰ্সিটির অধীন প্যারা কলেজ অব এডুকেশন৷
স্কুল অব ম্যানেজমেন্ট স্টাডিজের ডিন অধ্যাপক এইচ রামানন্দ সিং জানিয়েছেন, চারদিনের এই সম্মেলনের বিষয় ছিল ‘”ভবিষ্যৎ কল্পনা : স্থিতিস্থাপকতা, অন্তৰ্ভুক্তি, স্থায়িত্ব, সামাজিক রূপান্তর ও গ্ৰহ সংরক্ষণের আন্তঃবিষয়ক পদ্ধতি৷” এতে ব্যাপক সাড়া পাওয়া গেছে৷ সম্মেলন উপলক্ষে মোট ৩৭৯টি সন্দৰ্ভপত্ৰ জমা পড়ে৷ এরমধ্যে অনুমোদিত হয় ২৭৮টি৷ সম্মেলনে ১০৮টি সন্দৰ্ভপত্ৰ অফলাইন ও ১৭০টি অনলাইনে উপস্থাপন করা হয়৷ আন্তৰ্জাতিক অ্যাকাডেমিক সহযোগিতায় এ এক গুরুত্বপূৰ্ণ মাইলফলক বলেও উল্লেখ করেন অধ্যাপক সিং৷

সম্মেলনের আহ্বায়ক ড. দীপজ্যোতি চৌধুরী জানিয়েছেন, এই সম্মেলনের মাধ্যমে দু’দেশের মধ্যে শিক্ষাগত ও সাংস্কৃতিক সম্পৰ্ক আরও জোরদার হয়েছে। সম্মেলন আয়োজনে তিনি সহ-আহ্বায়ক ড. নীলাঞ্জনা চক্রবৰ্তী সহ ড. যুথিকা কানোয়ার, ড. অমিত কুমার দাস ও ভুটানের সমন্বয়কারী ড. লাহতো জাম্বার অবদানের কথা উল্লেখ করেন৷ তিনি বলেন, উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থের বিশেষ তৎপরতায় আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ বারই প্ৰথম বিদেশের মাটিতে এত বড় আকারের আন্তৰ্জাতিক সম্মেলন আয়োজিত হল৷ পাঁচটি দেশের প্ৰতিনিধি, বিশেষ করে ভারত থেকে বিশাল প্ৰতিনিধি দলকে ভুটানে একত্ৰিত করা সহজ কাজ ছিল না৷ সবার ভ্ৰমণ ব্যবস্থা, বিশেষ অনুমতিপত্ৰ ও ডকুমেন্টেশনের সূক্ষ্ম পদ্ধতি, যোগাযোগ ও থাকার ব্যবস্থা নিশ্চিত করা কঠিন কাজ ছিল৷ তবে সবার সহযোগিতায় সবকিছুই সফলভাবে শেষ হয়েছে৷

তিনি বলেন, বিদেশের মাটিতে সামাজিক বিজ্ঞান বিষয়ক এই সম্মেলনের সফল আয়োজন বাণিজ্য প্ৰশাসন বিভাগ ও আসাম বিশ্ববিদ্যালয়ের সুনামকে আরও সুদৃঢ় করেছে৷ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আসাম বিশ্ববিদ্যালয়ের ক্রমবৰ্ধমান শৈক্ষিক প্ৰভাব আরও বিস্তৃত হয়েছে৷ উন্নত ভবিষ্যৎ গঠনের জন্য অৰ্থপূৰ্ণ আঞ্চলিক ও আন্তৰ্জাতিক সহযোগিতার পথও প্ৰশস্ত করেছে৷ প্ৰসঙ্গত, চারদিনের সম্মেলনে আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের অধ্যাপক অনুপ কুমার দে, ইতিহাস বিভাগের অধ্যাপক প্ৰজিত কুমার পালিত, রাষ্ট্ৰবিজ্ঞান বিভাগের অধ্যাপক দেবতোষ চক্রবৰ্তী, বাংলা বিভাগের অধ্যাপক বরুণজ্যোতি চৌধুরী প্ৰমুখ অংশ নেন৷

