শিলচর ডিএসএ-র ফুটবল অ্যাকাডেমির যাত্রা শুরু ২২ আগস্ট থেকে

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ আগস্ট : আগামী ২২ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল অ্যাকাডেমি। শনিবার সংস্থার তুলসীদাস বণিক স্মৃতি সভাকক্ষে সাংবাদিকদের ডেকে এসবের জানান দেন ডি এস এ-র কর্মকর্তারি। সভাপতি শিবব্রত দত্তের পৌরোহিত্যে এবং সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য, সহ-সচিব (প্রশাসন) দেবাশীষ সোম, ফুটবল শাখা সচিব বিকাশ দাস, অ্যাকাডেমির চেয়ারম্যান জহর পাল, আহবায়ক বাহারুল ইসলাম লস্কর ও সদস্য যাদব পাল সহ অন্যান্য সদস্য ও অ্যাকাডেমির কোচদের উপস্থিতিতে এদিন অ্যাকাডেমির যাত্রার নির্ঘন্ট প্রকাশ করা হয়। শিলচর জেলা ক্রীড়া সংস্থায় একটি ফুটবল অ্যাকাডেমি হবে এনিয়ে দীর্ঘ বছর থেকে নানা কথা শোনা গেলেও কাজের কাজ কিছুই হয়নি। এমনকি ডিএসএ-র গভর্নিং বডিতেও নানা টালবাহানা চলছিল। অবশেষে এবারের পরিচালন কমিটি সায় দিলে তা বাস্তবের আকার নেয়।

৬ থেকে অনূর্ধ্ব ১৬ বছর বয়সীদের ভর্তি, মেয়েদের ফি লাগবে না

সহ-সচিব (প্রশাসন) দেবাশিস সোম গত কদিন ধরেই ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব সামলেছেন বলে এই অ্যাকাডেমি প্রতিষ্ঠায় বড় ধরনের ভুমিকা পালন করেন। তিনি বলেন, গত ২৯ জুলাই একাডেমির সভাপতি জহর পালের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত। এই সভায় অ্যাকাডেমির রূপরেখা তৈরি হয়। পরবর্তীতে গত ৪ আগস্ট চূড়ান্ত পর্যায়ে আরেকটি সভা অনুষ্ঠিত হয় এবং এই সভায়ই আগামী ২২ আগস্ট এর উদ্বোধন এবং আজকের সাংবাদিক সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অ্যাকাডেমি পরিচালন কমিটির আহবায়ক তথা বিশিষ্ট প্রাক্তন ফুটবলার বাহারুল ইসলাম জানান, শিলচর জেলা ক্রীড়া সংস্থায় স্থানীয় ফুটবলারদের মারাত্মকভাবে আকাল রয়েছে। বাইরের ফুটবলার ছাড়া শিলচর জেলা ক্রীড়া সংস্থায় ফুটবল গেম চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এজন্য ফুটবলে শিলচর জেলা ক্রীড়া সংস্থা গত কয়েক বছরে ভালো রেজাল্ট করতে পারছে না। এই অবস্থায় শিলচর ডি এস এ-র ফুটবল অ্যাকাডেমি অক্সিজেনের যোগান দেবে। তিনি বলেন, নিয়মিত ফুটবলার উঠে না আসার জন্য একটা গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। আর এই গ্যাপ মেটাতে প্রয়োজন সাপ্লাই লাইনের। যা করে দিতে অ্যাকাডেমি। অ্যাকাডেমিতে ৬ বছর থেকে ১২ বছর এবং ১২ থেকে অনূর্ধ্ব ১৬ বছর বয়সের দুটি গ্রুপে প্রশিক্ষণ শুরু হবে। আপাতত সপ্তাহের শুক্র থেকে রবিবার তিনদিন করা হয়েছে। এই তিনদিন বিকাল ৩টা থেকে ৫ টা অবধি চলবে প্রশিক্ষণ। প্রশিক্ষণ চালিয়ে যেতে ১১ জনের প্যানেল থেকে প্রাথমিকভাবে তিনজন কোচকে নিয়োগ করা হয়েছে যথাক্রমে বাবু সিংহ, বেঞ্জামিন সিংহ (সি লাইসেন্স)  এবং হিরন্ময় দাসকে। প্রশিক্ষণার্থীর ভর্তির সংখ্যা বেশী হলে কোচের সংখ্যাও বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

সম্মেলনে উপস্থিত যাদব পাল জানান, অ্যাকাডেমি থেকে য সবাই ফুটবল খেলোয়াড় হয়ে উঠে আসবেন সেটার গ্যারান্টি নেই। তবে এখানে ভর্তি হওয়া শিশুরা শারীরিকভাবে মজবুত হয়ে উঠবে সেটার গ্যারান্টি আছে। এজন্য অ্যাকাডেমিতে নিজেদের শিশুদের ভর্তি করাতে সাধারণ অভিভাবকদের প্রতি আহ্বান জানান। বক্তব্যের পরিসরে তিনি বলেন, অ্যাকাডেমিতে নিয়োজিত কোচ এবং সদস্য যারাই রয়েছেন রয়েছেন তাদের প্রত্যেককেই এই অ্যাকাডেমিকে প্রতিষ্ঠিত করতে আন্তরিক হতে হবে। সাধারণ সচিব অতনু ভট্টাচার্য বলেন, জেলা ক্রীড়া সংস্থার বিগত প্রতিষ্ঠা দিবসে কাগজে কলমে ফুটবল অ্যাকাডেমির প্রতিষ্ঠা লাভ করে। আর এখন আগামী ২২ আগস্ট এর বাস্তব রূপ ধারণ করছে। এই কাজে সহায়তা করার  অ্যাকাডেমির কর্মকর্তা ও কোচদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সামান্য পারিতোষিকের বিনিময়ে কোচরা এগিয়ে এসেছেন যেটা ফুটবলের জন্য ভালো লক্ষণ বলে মনে করেন তিনি।

অ্যাকাডেমিকে গ্রামমুখী করে তুলতে জেলার বিভিন্ন প্রান্তে মাসেও একবার প্রশিক্ষণের জন্য সংশ্লিষ্টদের প্রতি জানান তিনি। ফুটবল সচিব বিকাশ দাস বলেন, ডিএসএ-তে ফুটবল অ্যকাডেমি গড়বেন বলে অতিতের পরিচালন কমিটিতে অনেকবার প্রস্তাব দিয়েও ব্যর্থ হয়েছেন। তবে এবারের পরিচালন সমিতি তাকে বিমুখ করেনি। অন্যান্য অ্যাকাডেমির মতো সমান্তরালভাবে এবারে ফুটবল অ্যাকাডেমি গঠিত হচ্ছে। তা দেরিতে হলেও সুখের বিষয়। ৬ বছর থেকে ১৬ বছর বয়সের এই প্রশিক্ষণে ভর্তি ফি ধরা হয়েছে ৫০০ টাকা। মাসিক ৫০০ টাকা। ভর্তি হওয়া প্রথম কুড়িজনকে উদ্বোধনের দিন বিনামূল্যে জার্সি প্রদান করা হবে বলেও জানান তিনি। প্রশিক্ষণে মেয়েদের ক্ষেত্রে কোন ফি নেই। তাদের জন্য বিনামূল্যের সংস্থান রাখা হয়েছে। প্রশিক্ষণ আপাতত শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠেই হবে। প্রাসঙ্গিক বক্তব্যে জহর পাল জানান, অ্যাকাডেমিকে এগিয়ে নিতে বেবি লিগের চিন্তা ভাবনাও রয়েছে। সম্মেলন শেষে সবার সহযোগিতা কামনা করে সবার প্রতি ধন্যবাদ ব্যক্ত করেন সভাপতি শিবব্রত দত্ত।

উল্লেখ্য, নবগঠিত ফুটবল অ্যাকাডেমির এরকমমের-জহর পাল (চেয়ারম্যান), বাহারুল ইসলাম লস্কর (কনভেনার), কৃষ্ণ বাহাদুর ছেত্রী, ফখর উদ্দিন লস্কর, রোশন আহমেদ, উজ্জ্বল দত্ত ও যাদব পাল (সদস্য)। তাছাড়া পদাধিকার বলে এক্স অফিসিও মেম্বার হিসেবে রয়েছেন শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য (সহ সচিব দেবাশিষ সোম সদস্য হিসেবে থাকতে পারেন বলে জানিয়েছেন সভাপতি শিবব্রত দত্ত) ও কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী। তাছাড়া স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছেন সুবিমল ধর (সহ সভাপতি- ডিএসএ), অরিজিৎ গুপ্ত (সহ সচিব, স্পোর্টস মেজর), বিকাশ দাস (সহ সচিব- ফুটবল) ও প্রাক্তন জাতীয় রেফারি প্রবীর দাস।

Spread the News
error: Content is protected !!