দেওয়াল পত্রিকা “দ্যা ভ্যানগার্ড” এর সপ্তম সংখ্যার উন্মোচন রাধামাধব কলেজে

বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : শিলচর রাধামাধব কলেজ রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সম্পাদনায় দেওয়াল পত্রিকা “দ্যা ভ্যানগার্ড” এর সপ্তম সংখ্যা প্রকাশিত হয়েছে। মঙ্গলবার কলেজ অধ‍্যক্ষ ড০ দেবাশিস রায়ের হাত ধরে দেওয়াল পত্রিকার নতুন সংখ্যার উন্মোচন হয়। 

নারী শিক্ষা, সুরক্ষা এবং সচেতনতার উপর সজাগতা অনুষ্ঠান আয়োজিত

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কলেজের অধ্যক্ষ ড০ দেবাশিস রায় বলেন এটা আমাদের ছাত্রদের সৃজনশীলতা, শিল্পকর্ম যেগুলি এই পত্রিকাতে প্রষ্ফুটিত হয়েছে। কলেজে সুস্থ পরিবেশ গড়ে তোলার জন্য এধরণের কাজ অত্যন্ত জরুরী। তিনি রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড০ অসীমা রায়, ছাত্রছাত্রী সহ দেওয়াল পত্রিকা সম্পাদনার সঙ্গে জড়িত সকলের ভূয়শী প্রশংসা করেন। 

এদিকে অনুষ্ঠানে অংশ নিয়ে কলেজের উপাধ্যক্ষা ডঃ অসীমা রায় বলেন, রাধামাধব কলেজের তদানীন্তন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড০ প্রভাত কুমার সিনহা এই দেওয়াল পত্রিকার নাম “দ্যা ভ্যানগার্ড” রেখেছিলেন যার অর্থ হচ্ছে একদল মানুষ উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। তাই আমরা বিশ্বাস করি যে রাষ্ট্র বিজ্ঞান বিভাগ সবসময় কলেজের উন্নয়নের স্বার্থে কাজ করে এবং সেই প্রতীককে অনূসরণ করে আমরা দেওয়াল পত্রিকার সপ্তম সংখ্যা প্রস্তুত করেছি, মন্তব্য করেন অসীমা। 

এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড০ বিধান বর্মণ। এদিনের অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অধ্যাপক-অধ্যাপিকা যথাক্রমে ডঃ অরুন্ধতি দত্ত চৌধুরী, ড০ অরুণাভ ভট্টাচার্য, ড০ রুমা নাথ চৌধুরী, ড০ সোনালী চৌধুরী, ড০ নবনিতা দেবনাথ, ড০ সিএইচ মণিকুমার সিংহ, জীবন দাশ, ড০ রূপম রায়, ড০ সূর্য্যসেন দেব, ড০ সন্তোষ বরা, অবসরপ্রাপ্ত শিক্ষিকা বনানী রায় চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক যথাক্রমে নম্রতা নাথ, ড০ রাহুল শরনিয়া, ড০ এম সানি সিংহ, ড০ সুমিতা বসু, স্বর্ণালী রায় চৌধুরী, দেবজানি দেব, সোনালি চন্দ, তপতী চৌধুরী শবনম বড়ভূইয়া, প্রীতি শর্মা প্রমুখ।

অন্যদিকে, এদিন কলেজের মহিলা সেলের উদ্যোগে নারী শিক্ষা, সুরক্ষা এবং সচেতনতা শীর্ষক বিষয়ের উপর এক সজাগতা কার্য্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শিলচর সরকারী বালক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত বিষয় শিক্ষিকা বনানী রায় চৌধুরী। তিনি উপস্থিত ছাত্রীদের বলেন তোমরা পারবে কারণ নারী শক্তির কাছে সব শক্তি অপ্রাসঙ্গিক। তিনি ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন তোমাদের মধ্যে নারীসত্তা রয়েছে, তোমরা তোমাদের অন্তরকে জাগাও এবং নিজের উদ্দেশ্য সাধনে ব্রতী হও সেই সাথে পড়াশোনার প্রতি নজর দাও। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাধামাধব কলেজের অধ্যক্ষ ডঃ দেবাশিস রায়, উপাধ্যক্ষা ডঃ অসীমা রায়, আইকিউএসির কো-অর্ডিনেটর ডঃ সোনালি চৌধুরী প্রমুখ। সজাগতা কার্য্যক্রম সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা ডঃ নবনিতা দেবনাথ। 

Author

Spread the News