শুরু হল রাজ্যে দ্বিতীয় দফার ভোট পর্ব
আড়াই লক্ষ ভোটে জিতব বললেন পরিমল, দেড় লক্ষ ভোটে জয়ী হবে কং : আমিনুল
আশু চৌধুরী ও বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : সারা দেশের সঙ্গে অসমেও দ্বিতীয় দফার ভোট প্রক্রিয়া শুরু হল। শুক্রবার সকাল সাতটা থেকে ভোট শুরু হয়। অসমের পাঁচটি আসনের মধ্যে বরাকের দু’টি আসন শিলচর ও করিমগঞ্জে ভোট চলছে। এ ছাড়া বাকি তিনটি কেন্দ্র হল নগাঁও, দরং-ওদালগুড়ি ও ডিফু। পাঁচটি আসনে ৬১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করা হবে ইভিএম বোতামের মাধ্যমে। এরমধ্যেই শিলচর আসনে লড়াইয়ে রয়েছেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, কংগ্রেসের সূর্যকান্ত সরকার ও তৃণমূল কংগ্রেসের রাধেশ্যাম বিশ্বাস।
এ ছাড়া করিমগঞ্জ লোকসভা আসনের ত্রিমুখী লড়াইয়ে রয়েছেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা, কংগ্রেসের হাফিজ রশিদ আহমদ চৌধুরী ও এআইইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী।
এ দিকে, শিলচরের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য সকালে নিজ কেন্দ্রে ভোটদান করে আড়াই লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন।
শিলচর লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকার দেড় লাখ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত বলে দাবি করেন প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেসের পর্যবেক্ষক আমিনুল হক লস্কর।
এ দিকে, সকাল দশটা অবদি ভোটের হার হল শিলচর ১২.১১ শতাংশ, করিমগঞ্জ ১৪.৮৭ শতাংশ, নগাঁও ১৫,২৭ শতাংশ, দরং-ওদালগুড়ি ১২.৩১ শতাংশ ও ডিফু ১৯.০৫ শতাংশ।
এ দিকে, মাঝবাটের ১৭৩ নম্বর ভোটকেন্দ্রে ইভিএম বিকল হওয়ায় ভোট দেরিতে শুরু হল। ভোটারদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।