দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা স্কুটির, হত ১
বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : মধুরা সেতুর অদূরে বাহাদুরপুর এলাকায় পথদুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক। সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটে দুর্ঘটনা। হত যুবক রাহুল দাস (৩০) ছিলেন শিলচর ইটখলা এলাকার বাসিন্দা। জানা গেছে, রাহুল স্কুটি নিয়ে উধারবন্দ থেকে শিলচর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে স্কুটি।
ঘটনার পর খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় রাহুলকে উদ্ধার করে পাঠায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। মেডিক্যালে পৌঁছার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

